নিজের ‘স্বপ্নের ভারত’ কেমন হবে তা নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
নিজের ‘স্বপ্নের ভারত’ কেমন, স্বাধীনতা দিবসের দিন তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এ নিয়ে টুইট করে তিনি। সেখানে মমতা লেখেন, ‘ভারতের জন্য আমার স্বপ্ন আছে! মানুষের জন্য আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কোনও মহিলা নিরাপত্তাহীনতা বোধ করবেন না। যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলো দেখবে।’
সোমবার মমতা টুইটারে বেশ কয়েকটি বিষয় সামনে আনেন। তিনি কারও নাম করে আক্রমণ করেননি। তবে কোনও কোনও মহলের মতে, টুইটারে নাম না করলেও মমতা কেন্দ্রের বর্তমান শাসক দলকে বিঁধে থাকতে পারেন। বাংলার মুখ্যমন্ত্রী তাঁর স্বপ্নের দেশ সম্পর্কে জানিয়েছেন, ‘সে দেশে সবাইকে সমান ভাবে দেখা হবে। কোনও দমনমূলক শক্তি মানুষের মধ্যে বিভেদ করবে না, সম্প্রীতির দিন আসবে।’ তিনি আরও লিখেছেন, ‘দেশের মহান মানুষদের কাছে আমার প্রতিশ্রুতি, আমি আমাদের স্বপ্নের ভারতের জন্য প্রতি দিন চেষ্টা করব।’ একই সঙ্গে দেশের মানুষের প্রতি তৃণমূলনেত্রীর প্রশ্ন, ‘আমার ভারতবাসী, ভারতের জন্য আপনাদের স্বপ্ন কী?’
I have a dream for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022
For the people, I want to build a nation where no one goes hungry, where no woman feels unsafe, where every child sees the light of education, where all are treated equally, where no oppressive forces divide the people & harmony defines the day.
(1/2)
It is my promise to the people of this great nation that I shall strive everyday for our dream India.
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022
My fellow Indians, what is your dream for India? #MyIdeaForIndiaAt75
(2/2)
মমতার টুইট দেখে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এক দিকে, প্রধানমন্ত্রী হওয়ার লোভ। অন্য দিকে, বাড়িতে সিবিআই যাওয়ার ভয়। লোভ এবং ভয় দুই-ই ভাল নয়। নিজের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, খিদের জ্বালায় গোটা দেশে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার মানুষ কাজ খুঁজছে, আর উনি ভারত গড়ার দিবাস্বপ্ন দেখছেন। হাস্যকর!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy