নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদার।—ছবি সংগৃহীত।
নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের জন্মশতবর্ষ এ বছর। আবার সিপিআই (এম-এল) দল প্রতিষ্ঠারও পঞ্চাশ বছর। এই উপলক্ষে ‘ফ্যাসিবাদী আগ্রাসনে’র বিরুদ্ধে গণকনভেনশনের আয়োজন করছে সিপিআই (এম-এল) লিবারেশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাল, মঙ্গলবার ‘সংহতি ও প্রতিরোধ’ শীর্ষক কনভেনশনে উপস্থিত থাকার কথা লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, মানবাধিকার আন্দোলনের কর্মী তিস্তা শেতলবাড়, বিনায়ক সেন এবং অশোক বিশ্বনাথন, বিভাশ চক্রবর্তী-সহ বেশ কিছু বিশিষ্ট জনের। সাম্প্রতিক কালে গণপ্রহারে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের লোকজনকেও সেই দিন নিয়ে আসবেন লিবারেশন নেতৃত্ব। লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ জানিয়েছেন, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা থেকে গণআন্দোলনের কর্মীরা নেতাজি ইন্ডোরে থাকবেন। চারু-শতবর্ষ পালনে নেমেছে আরও নানা সংগঠন। কলকাতায় শনিবারই চারু-স্মরণে অনুষ্ঠান করেছেন ‘বীরাসমে’র সম্পাদক পানি, বার্নার্ড ডি’মেলো, বি অনুরাধারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy