Advertisement
১১ জুন ২০২৪
50 years of Haimanti Shukla's musical career

হৈমন্তী শুক্লার সঙ্গীত জীবনের ৫০ বছর উপলক্ষে উদ্‌যাপিত হতে চলেছে এক মনোমুগ্ধকর সুরেলা সন্ধ্যে

বাংলা রাগপ্রধান থেকে নজরুলগীতি, ‘এখনও সারেঙ্গীটা বাজছে’ থেকে ‘আমার বলার কিছু ছিল না’– হৈমন্তী শুক্লার কণ্ঠে তাঁরই সব গান, ওই সন্ধ্যায় দর্শক-শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যাবে এক অন্য ধরনের নস্টালজিয়ায়।

বিদুষী হৈমন্তী শুক্লার গানজীবনের ৫০ বছরের উদ্‌যাপন

বিদুষী হৈমন্তী শুক্লার গানজীবনের ৫০ বছরের উদ্‌যাপন

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৫:০২
Share: Save:

ঐতিহ্যের শহরে আর এক ঐতিহ্যের উদ্‌যাপন হবে ১৭ ফেব্রুয়ারি। বিদুষী হৈমন্তী শুক্লার গানজীবনের ৫০ বছরের উদ্‌যাপন উপলক্ষে চন্দননগরে অনুষ্ঠিত হতে চলেছে এক সুরেলা সন্ধ্যে। রবীন্দ্র ভবনে, সন্ধ্যে ৬টা থেকে আড়াই ঘণ্টা শুধু গানে গানে নয়, শিল্পীর পাঁচ দশকের হয়ে ওঠা সব গানের কথা, সুরের সঙ্গে বাঁধবেন কথক সতীনাথ মুখোপাধ্যায়।

বাংলা রাগপ্রধান থেকে নজরুলগীতি, ‘এখনও সারেঙ্গীটা বাজছে’ থেকে ‘আমার বলার কিছু ছিল না’– হৈমন্তী শুক্লার কণ্ঠে তাঁরই সব গান, ওই সন্ধ্যায় দর্শক-শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যাবে এক অন্য ধরনের নস্টালজিয়ায়।

এই উদ্‌যাপনের আয়োজক সংস্থা অ্যালিস সার্ভিসেস (ALLY’S SERVICES) -এর পক্ষ থেকে অমিত মিত্র জানিয়েছেন, “এই অনুষ্ঠান শুধু গানের নয়। এক জীবন্ত কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন। তাঁর আজীবনের গান আর গান জীবনের কথা, ওঁনার অগণিত গুণমুদ্ধের কাছে পৌঁছে দেওয়ার এক বিনম্র প্রয়াস।’’

পণ্ডিত হরিহর শুক্লা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শ্যামল মিত্র, পণ্ডিত রবিশংকর, উস্তাদ আলি আকবর খাঁ- তাঁর গানজীবনে জুড়ে থাকা এই সব মণি মুক্তোদের সুর, গান আর কথায় সাজানো থাকবে এ দিনের অনুষ্ঠান।

অনলাইনে টিকিট কাটতে ক্লিক করুন পাশের লিঙ্কে: https://in.bookmyshow.com/events/haimanti-suklar-gaan-jiboner-50/ET00380410

এ ছাড়াও অফলাইন টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ৯০৭৩২০৩৬৬৬

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

music Bengali Music Cultural Events
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE