Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sahagal Hossian

আরও বিপাকে অনুব্রত-রক্ষী! সহগলকে জেরা করতে দিল্লি নিয়ে যেতে পারে ইডি, অনুমতি কোর্টের

সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা চলছিল। হাই কোর্ট জানিয়েছিল, দিল্লির আদালত যদি অনুমতি দেয়, তবেই ইডি অনুব্রতের দেহরক্ষীকে নিয়ে যেতে পারবে দিল্লিতে।

অনুব্রত রক্ষীর বিপদ কি বাড়ল!

অনুব্রত রক্ষীর বিপদ কি বাড়ল! ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৬:৪৪
Share: Save:

গরুপাচার মামলায় অস্বস্তি বাড়ল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কারণ তাঁর দেহরক্ষী সহগল হোসেনকে এ বার দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। অনুব্রত সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সহগলের কাছে রয়েছে বলে বিশ্বাস তদন্তকারীদের। সোমবার সেই সহগলকেই দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিল দিল্লির একটি আদালত। এ ব্যাপারে দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরূপের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার সেই সেই আবেদন মঞ্জুর করেছে দিল্লির ওই আদালত। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই সহগলকে বাংলা থেকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে।

প্রসঙ্গত, গরুপাচার সংক্রান্ত মামলাতেই অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছিল দিল্লি হাই কোর্টেও। ইডিই ওই মামলা করেছিল। পাশাপাশি, আরও একটি মামলা চলছিল কলকাতা হাই কোর্টে। গত ১১ অক্টোবর হাই কোর্টে সহগলকে দিল্লি নিয়ে যাওয়া অনুমতি চাইলে ইডিকে আদালত বলেছিল, দিল্লিতে নিয়ে গিয়ে সহগলকে জেরা করার প্রয়োজন কী? ইডির আইনজীবী পাল্টা যুক্তি দেন, মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে। এর পরই বিচারপতি জানিয়ে দেন, দিল্লি হাই কোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে। সেই অনুমতিই মিলল সোমবার।

গরুপাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রতের দেহরক্ষী সহগলকে গত ৭ অক্টোবর আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জেরা করেন। তার পর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এর পরই ইডি হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শোনা হয়। কিন্তু হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE