গ্রাফিক: সনৎ সিংহ।
দীর্ঘসূত্রিতার অভিযোগে সিবিআইকে দুষল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী বুধবার এ সংক্রান্ত একটি মামলায় উত্তর পাওয়ার জন্য খোদ সিবিআইয়ের ডিরেক্টরকে হাজির থাকতে নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে সিবিআইয়ের ডিরেক্টর সুবোধকুমার জায়সবাল ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন।
বিচারপতি বুধবার প্রশ্ন তোলেন— ‘‘সিবিআই কি প্রিভিলেজড লিটিগেন্ট (বিশেষ সুবিধাপ্রাপ্ত মামলাকারী)? সিবিআইয়ের এএসজি (অতিরিক্ত সলিসিটর জেনারেল)-র মতামত জানতে এক টেবিল থেকে আর এক টেবিল কেন যেতে হবে?’’
বিচারপতি চৌধুরী জানান, বিভিন্ন মামলায় আপিল করতে সিবিআই প্রচণ্ড দেরি করছে। গড়ে ৫০০-৬০০ দিন দেরি হচ্ছে একটি মামলার ক্ষেত্রে। যদিও সিবিআই জানিয়েছে, বর্তমান কেসে মাত্র ২৪ দিন দেরি হয়েছে। মামলা হবে কি না জানতে সিবিআই মাত্র এক মাস সময় নিয়েছে। দেরি হয়নি। বিচারপতি চৌধুরীর মতে, আদালতের পরামর্শে বর্তমান আইন সংশোধন করা যেতে পারে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy