রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর আইনি বিবাদ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাও এই পরামর্শ দিলেও কোনও নির্দেশ দেননি। এদিন মামলার শুনানিতে বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে আইনি লড়াই করছেন, এটা প্রত্যাশিত নয়। এই ধরনের বিষয় এক টেবিলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত।
এদিন আদালতে উপস্থিত দুই পক্ষের আইনজীবীরাও দৃশ্যত এই পরামর্শের সঙ্গে সহমত পোষণ করেন।
আদালতের পরামর্শের সঙ্গে সহমত হলেও এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা বলেন যে এই পরামর্শ যেন বিচারপতি তাঁর নির্দেশনামায় উল্লেখ করেন। তবে সেই নির্দেশ উল্লেখ করার কথা জানাননি বিচারপতি। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এই মামলায় হলফনামা দেওয়ার জন্য সময় প্রার্থনা করেন। সেই আর্জি মঞ্জুর করে দু সপ্তাহ সময় দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ৯ এপ্রিল।
প্রসঙ্গত, উপ নির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণের স্থান নিয়ে রাজভবন এবং সরকারের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল। সে সময় রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এবং ওই দুই বিধায়ক। তার পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন রাজ্যপাল। এদিন সেই মামলার শুনানি ছিল। উল্লেখ্য, এই মামলায় বুধবারই আইনজীবী বদল করেছেন মুখ্যমন্ত্রী।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)