Advertisement
E-Paper

প্রেমের টানে বিদেশযাত্রায় প্রেমিকার পাশে আদালত, পুলিশের দাবি নাকচ হল বিচারপতি সিংহের এজলাসে

সম্প্রতি কলকাতার এক তরুণী হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, তিনি প্রেমিকের কাছে আমেরিকায় যাবেন বলে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু আমেরিকার দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী ভিসা পেতে একটি পুলিশি ছাড়পত্র বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) প্রয়োজন।

Calcutta High court orders police to give PPC to woman for her foreign tour

বিচারাধীন মামলাকে কারণ দেখিয়ে কোনও নাগরিকের বিদেশ সফর আটকানো যায় না। মন্তব্য হাই কোর্টের। —প্রতীকী ছবি।

ভাস্কর মান্না

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:৫০
Share
Save

ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ‘কারণ’ কোনও ব্যক্তির বিদেশযাত্রায় বাধা হতে পারে না বলে বৃহস্পতিবার জানাল কলকাতা হাই কোর্ট। বিচারাধীন মামলাকে কারণ দেখিয়ে কোনও নাগরিকের বিদেশ সফর আটকানো যায় না বলেই বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ।

সম্প্রতি কলকাতার এক তরুণী হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, তিনি প্রেমিকের কাছে আমেরিকায় যাবেন বলে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু আমেরিকার দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী ভিসা পেতে একটি পুলিশি ছাড়পত্র বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) প্রয়োজন। যেটি ভারতীয় পাসপোর্ট অফিস থেকে দেওয়া হবে। এর পর পাসপোর্ট অফিসে তিনি যোগাযোগ করেন। কিন্তু ওই ছাড়পত্র তাঁকে দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় আঞ্চলিক পাসপোর্ট অফিস। কারণ হিসাবে জানানো হয়, পুলিশ তাদের জানিয়েছে, ওই তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। ফলে ‘পিসিসি’ দেওয়া যাবে না। এর পরেই তিনি শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন। তারা প্রথমে দিতে রাজি না হলেও পরে হাই কোর্টের নির্দেশে বিচারক (শিয়ালদহ আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট) একটি নির্দেশনামায় জানিয়ে দেন, ওই তরুণীর বিদেশ যেতে কোনও বাধা নেই। কিন্তু তরুণীর অভিযোগ, এর পরেও পুলিশ বা পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে কোনও লাভ হয়নি। তারা বিচারকের নির্দেশনামা পেয়েও কোনও সদর্থক পদক্ষেপ করেওনি।

এর পর হাই কোর্টে যান ওই তরুণী। আদালতে তিনি দাবি করেন, তাঁর প্রেমিক আমেরিকায় থাকেন। সেখানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। ২০২২ সালে তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় ওই তরুণীর। তাঁর বাড়ি কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায়। দু’জনে বিয়ে করবেন বলে স্থিরও করেন। দু’জনেই সেই চিন্তাভাবনা করে বাড়ির লোকেদের জানানোর সিদ্ধান্ত নেন। তাঁদের বিষয়টি জানানোও হয়। তরুণীর পরিবার এই বিয়েতে সম্মতি দিলেও তাঁর প্রেমিকের পরিবার আপত্তি জানায় বলে তরুণীর দাবি। প্রেমিকের বাড়ি থেকে জানানো হয় যে, ছেলের জন্য পাত্রী দেখা হয়ে গিয়েছে। সেই পাত্রীকেই বিয়ে করবে ওই যুবক। কিন্তু পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করতে রাজি হননি তরুণীর প্রেমিক। তিনিও বাড়িতে স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করলে তাঁর প্রেমিকাকেই করবেন। আর এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।

যুবকের জন্য যে পাত্রী দেখা হয়েছিল তাঁর বাড়ি বিহারে। গত বছরের ১৭ জানুয়ারি ওই পাত্রী বিহার থেকে এসে যুবকের প্রেমিকা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন বেনিয়াপুকুর থানায়। মামলাটি শিয়ালদহ কোর্টে ওঠে। গত বছরের অক্টোবরে তরুণী এবং তাঁর পরিবারকে বিনা শর্তে জামিন দেয় আদালত। এর পরই আমেরিকার ভিসার জন্য আবেদন করেন তিনি। ভিসার জন্য গত ২৭ মার্চ মুম্বই যান তিনি। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পাসপোর্ট অফিসের পিসিসি না থাকলে ভিসা দেওয়া অসম্ভব।

এর পরই বেনিয়াপুকুর থানায় যান তরুণী। পিসিসি দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু থানা থেকে জানানো হয়, ফৌজদারি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে, তাই পিসিসি দেওয়া যাবে না। এ বার বিষয়টি নিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন তরুণী। নিম্ন আদালতও পুলিশের পক্ষে থাকে। শিয়ালদহ আদালতকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন তরুণী। হাই কোর্ট তখন শিয়ালদহ আদালতকে বিষয়টি বিবেচনা করতে বলে। পিসিসি দেওয়ার জন্য বেনিয়াপুকুর থানাকে নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। নির্দেশের সেই প্রতিলিপি নিয়ে থানায় যান তরুণী। কিন্তু অভিযোগ, থানা থেকে জানানো হয়, কোথাও পিসিসি দেওয়ার কথা স্পষ্ট করে লেখা নেই। ঠিক মতো নির্দেশের কপি নিয়ে আসতে বলা হয় ওই তরুণীকে। তিনি আবার হাই কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার মামলাটি হাই কোর্টে উঠলে বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, পিসিসি দিতে হবে পুলিশকে। চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট অফিসকেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

ওই তরুণীর আইনজীবী শারওয়ার জাহান, বিনয় সাউদের দাবি, তাঁদের মক্কেলের বিদেশযাত্রায় হাই কোর্ট সদর্থক পদক্ষেপ করেছে।

Calcutta High Court Couple passport VISA

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।