শর্তসাপেক্ষে আইএসএফকে সভা করার অনুমতি দিয়েছে আদালত। —ফাইল চিত্র।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। আগামী ২১ জানুয়ারি নওশাদ সিদ্দিকির দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ন’টি শর্ত বেঁধে দিয়েছে আদালত। ওই শর্ত মেনে সভা করতে পারবে আইএসএফ।
কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বৃহস্পতিবার আইএসএফের মামলার শুনানি ছিল। কত লোক জড়ো হতে পারবেন সেই সভায়, ক’টা থেকে ক’টা পর্যন্ত সভা চলবে, সবই নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি। সভার জন্য যে ন’টি শর্ত দেওয়া হয়েছে আইএসএফকে, সেগুলি হল—
আদালতে নওশাদের দলের পক্ষে মামলাটি লড়েছেন আইনজীবী ফিরদৌস শামিম।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পুলিশের অনুমতি পায়নি আইএসএফ। তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। প্রথমেই আদালত সেই অনুমতি দেয়নি। বিচারপতির পর্যবেক্ষণ, গত বছর রানি রাসমণি রোডে আইএসএফকে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকেরা। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে আদালতে হলফনামা দিতে বলা হয় আইএসএফকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে আইএসএফের আবেদনের পাল্টা যুক্তি আদালতে দিয়েছিল রাজ্যও। তাদের দাবি ছিল, যে দিন আইএসএফ কর্মসূচি করতে চাইছে, সে দিন ভিক্টোরিয়া হাউসের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। একটি মিছিল যাওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে। আগে থেকে অনুমতিও নেওয়া রয়েছে। আর সেই কারণেই পুলিশ আইএসএফকে ওই জায়গায় সভা করার অনুমতি দেয়নি বলে জানিয়েছে রাজ্য। দু’পক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার নওশাদদের শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy