Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Calcutta High Court

কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা! হাই কোর্ট জরিমানা করল পুলিশের

মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের একক বেঞ্চ রায় দিয়েছে— যে পুলিশকর্মী ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়েছিলেন, তাঁকে চিহ্নিত করবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

Calcutta High Court fined the guilty police for trying to book an agent of  Congress candidate of Barrackpore in a false drug case

মিথ্যা মাদক মামলার দায়ে পুলিশকর্মীর ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ২০:২১
Share: Save:

ব্যারাকপুরে মাদক মামলায় ফাঁসানোর ঘটনায় দোষী পুলিশকর্মীর জরিমানা করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের একক বেঞ্চের রায়— যে পুলিশকর্মী ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়েছিলেন, তাঁকে চিহ্নিত করবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

চিহ্নিতকরণ স্পষ্ট হলে দোষী পুলিশকর্মীকে ২ লাখ টাকা ব্যক্তিগত ভাবে জরিমানা দিতে হবে বলেও বিচারপতি সরকার তাঁর রায়ে জানিয়েছেন। মামলকারীর আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে গিয়েছিল টিটাগড় থানার পুলিশ। পরের দিন তাঁকে মাদক মামলায় গ্রেফতার করার কথা জানায় পুলিশ।

কিছু দিন পরে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বিশালকে জামিন দেয়। পরে এফআইআর খারিজের আর্জি জানিয়ে মামলা করেছিলেন বিশাল। সেই মামলাতেই বিচারপতি সরকারের বেঞ্চ মঙ্গলবার এই রায় দিয়েছে। গত পুরসভা নির্বাচনে ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লর নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল। অভিযোগ, রাজনৈতিক কারণেই মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছিল পুলিশ।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court drug case False Case Barrackpore Police Barrackpore Police Commissionerate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy