বারুইপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়ক হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় পুলিশি পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।
বুধবার ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল উচ্চ আদালতে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টেয় মামলার পরবর্তী শুনানি।
বুধবারের শুনানিতে বিচারপতি বলেন, শুভেন্দুদের গাড়িতে কালো পতাকা দেখানোর নাম করে কেউ কেউ হামলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ কেন কারও অভিযোগের জন্য অপেক্ষা করবে? বিচারপতির কথায়, ‘‘রাজ্য তো রাষ্ট্রের ভূমিকা পালন করবে। পুলিশ কেন পদক্ষেপ করবে না?’’
জবাবে রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একাধিক ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখার পর হামলার ছবি মেলেনি। গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও কোনও ছবি নেই।’’ পাল্টা শুভেন্দুর আইনজীবী বলেন, ‘‘মামলার নথিতেই আক্রমণের ছবি রয়েছে।’’ রাজ্যের আইনজীবীর বক্তব্য, ‘‘ওই ছবি আমরা উদ্ধার করতে পারছি না।’’
এর প্রেক্ষিতে শুভেন্দুর আইনজীবীকে বিচারপতির নির্দেশ, ১৯ মার্চের ঘটনার যাবতীয় ভিডিয়ো ফুটেজ রাজ্য পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশকেও বৃহস্পতিবারের মধ্যে নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি।