Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Suvendu Adhikari

শুভেন্দুকে উলুবেড়িয়ায় মিছিল করার অনুমতি দিল হাই কোর্ট, তবে বেঁধে দিল কিছু শর্তও

উলুবে়ড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৪
Share: Save:

উলুবে়ড়িয়ায় বিজেপির মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় শুভেন্দুকে মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত। শুক্রবার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সোমবার উলুবেড়িয়ায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। তাদের দাবি, সেই মতো পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। মামলা ওঠে বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি শুভেন্দুকে মিছিলের অনুমতি দিয়েছেন। তবে কয়েকটি শর্তও দিয়েছে হাই কোর্ট।

আদালত জানিয়েছে, মিছিল শেষে সভায় যাতে দু’হাজারের বেশি লোকের জমায়েত না হয়। জাতীয় স়ড়কেও কোনও রকম যানজট করা যাবে না।

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE