তপন কান্দু ও অনুপম দত্ত। নিজস্ব চিত্র।
আগামী ২৬ জুন তিন জেলার ছ’টি পুরসভায় ভোটগ্রহণ হবে। ভোট হওয়া ছ’টি ওয়ার্ডের মধ্যে রয়েছে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভায় ৮ নম্বর ওয়ার্ড। দুই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, কংগ্রেসের তপন কান্দু এবং তৃণমূলের অনুপম দত্ত খুন হওয়ার কারণেই উপনির্বাচন হচ্ছে সেখানে।
পুরভোটের আগে বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এবং বাম প্রার্থীর মৃত্যুর জন্য উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছিল দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডেও। এ বার ওই ওয়ার্ডগুলিতে ভোট হবে।
সংরক্ষণ নিয়ে মামলার কারণে স্থগিত হয়ে যাওয়া দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডেও ভোট হবে এ বার। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৬টি ওয়ার্ডেই ভোটগণনা হবে ২৯ জুন। ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং গোর্খা আঞ্চলিক পরিষদ (জিটিএ)-এরও ভোটগ্রহণ। প্রসঙ্গত, গত ১৩ মার্চ বিকেলে ঝালদায় খুন হয়েছিলেন তপন। সেই রাতেই পানিহাটিতে খুন হন অনুপম। হাই কোর্টের নির্দেশে তপন খুনের তদন্ত করছে সিবিআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy