Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Suvendu Adhikari

Suvendu Adhikari: শুভেন্দুকে নিয়ে অশালীন মন্তব্য, কুণালের বিরুদ্ধে আদালতে মামলা ভাই সৌম্যেন্দু অধিকারীর

কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘কোন লজ্জায় তুমি এখানে মালা দিতে আসবে?’’ শুভেন্দুকে ‘বেইমান’, ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

ত্রিপুরার পর এ বার বাংলাতেও কুণালের বিরুদ্ধে মামলা।

ত্রিপুরার পর এ বার বাংলাতেও কুণালের বিরুদ্ধে মামলা। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৪:৩৫
Share: Save:

ত্রিপুরার পর এ বার বাংলা। ফের মামলা রুজু হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে। এ বার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণালের বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে মামলা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু। কুরুচিকর ভাষায় শুভেন্দুকে আক্রমণের অভিযোগ তুলে তিনি কুণালের বিরুদ্ধে মামলা করেছেন।

বুধবার নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে তরজায় জড়িয়েছিল তৃণমূল-বিজেপি। নন্দীগ্রামের মহেশপুরের করপল্লিতে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে শুভেন্দুকে নিশানা করেছিলেন তৃণমূলের নেতারা। সেখানেই কুণাল বলেছিলেন, ‘‘কোন লজ্জায় তুমি এখানে মালা দিতে আসবে?’’ একইসঙ্গে শুভেন্দুকে ‘বেইমান’, ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। এই মন্তব্যের প্রেক্ষিতেই এ বার মামলা হল কাঁথি আদালতে।

সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘’১০ নভেম্বর নন্দীগ্রামে রাজনৈতিক সমাবেশ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে একাধিক আপত্তিকর বাক্য প্রয়োগ করেছেন। তাতে অধিকারী পরিবারের সম্মানহানি হয়েছে। তাই সৌমেন্দু কাঁথি মহকুমা আদালতে মানহানির মামলা করেছেন।’’

কুণালের বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে মানহানির মামলা দায়ের করেছেন সৌম্যেন্দু। একুশের নীলবাড়ির লড়াইয়ের সময় সৌম্যেন্দু বিজেপি-তে যোগ দিয়েছিলেন। আগে তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE