স্বপন মজুমদার
বিজেপির কর্মী-সমর্থকদের পরামর্শ দিলেন দলের বিধায়ক, তৃণমূল নেতাদের হাত-পা গুঁড়িয়ে দিন। মামলা হলে তিনি কর্মীদের পাশে থাকবেন বলে আশ্বস্তও করলেন।
শুক্রবার বিকেলে বিজেপির উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার গোপালনগরের নহাটা বাজারে দলীয় কর্মসূচিতে এসেছিলেন। সেখানেই বলেন, ‘‘মাইকে বলে যাচ্ছি, কোনও তৃণমূলের নেতা যদি গুন্ডাগিরি, দাদাগিরি করতে চায়, তা হলে তাদের হাত-পা গুঁড়িয়ে দিয়ে আমার কাছে আসবে। কেস হলে আমি ছাড়াব।’’
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে এদিন ব্যক্তিগত আক্রমণ করে বিধায়ক বলেন, ‘‘তৃণমূল, বিজেপি ও সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন উনি। আমি সাবধান করে দিচ্ছি, আমাদের কোনও কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে, যদি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হয়, তা হলে তুমি (আলোরানি) আস্ত শরীর নিয়ে নিজের এলাকায় ফিরতে পারবে না।’’
আলোরানি পরে বলেন, ‘‘উনি একজন পাচারকারী। পাচার করতে গিয়ে অসমে ধরা পড়ে জেল খেটেছেন। জামিনে মুক্ত আছেন। ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নকল অষ্টম শ্রেণির শংসাপত্র দাখিল করে। এ নিয়ে আদালতে মামলাও করেছি। এমন একজন মানুষের মুখ থেকে এর বেশি কিছু আশা করা যায় না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy