Advertisement
২২ নভেম্বর ২০২৪
Education

Education Conclave: বাণিজ্যমেলায় টেকনো ইন্ডিয়ার শিক্ষা সম্মেলন, সহযোগী বিএনসিসিআই

গত ২৪ ডিসেম্বর ‘এডু-ট্যুরিজম’ নিয়ে একটি শিক্ষা সম্মেলনের আয়োজন করেছিল টিআইজি। তাদের সহযোগী হিসাবে ছিল বিএনসিসিআই।

‘এডু-ট্যুরিজম’ নিয়ে শিক্ষা সম্মেলনের মঞ্চে ছিলেন বিশিষ্টরা।

‘এডু-ট্যুরিজম’ নিয়ে শিক্ষা সম্মেলনের মঞ্চে ছিলেন বিশিষ্টরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৮:২৭
Share: Save:

হাতেকলমে কাজের মাধ্যমে পাঠ্যক্রমের বিষয়বস্তু সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হয়। এ ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে ‘এডু ট্যুরিজম’— এমনই মনে করে টেকনো ইন্ডিয়া গোষ্ঠী (টিআইজি)। সম্প্রতি একটি শিক্ষা সম্মেলনে এই মতই তুলে ধরেছেন ওই গোষ্ঠীর কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী।

টেকনো ইন্ডিয়ার পাশাপাশি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)-র সঙ্গেও যুক্ত মানসী। বিএনসিসিআই-এর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন মানসীর মতে, শিক্ষাগ্রহণের জন্য সমস্ত বাধা স্বীকার করে নিয়ে বিবেচনা করে এগোতে হবে।

গত ২৪ ডিসেম্বর ‘এডু-ট্যুরিজম’ নিয়ে একটি শিক্ষা সম্মেলনের আয়োজন করেছিল টিআইজি। তাদের সহযোগী হিসাবে ছিল বিএনসিসিআই। ৩২তম বাণিজ্যমেলায় ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছিলেন বিএনসিসিআই-এর সভাপতি অর্পণ মিত্র। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র চেয়ারম্যান এবং হিডকো-র এমডি দেবাশিস সেন-সহ বিশিষ্টরা। প্রধান অতিথি হিসাবে সম্মেলনের মঞ্চে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান আইন্সওয়র্থ-কে। উপস্থিত প্রত্যেকেই নিজেদের ভাষণে ‘এডু-ট্যুরিজম’-এর গুরুত্বের কথা উল্লেখ করেছেন।

—নিজস্ব চিত্র।

প্রসঙ্গত, ১৮৮৭ সালের ২ ফেব্রুয়ারি গড়ে ওঠে বিএনসিসিআই। অন্য দিকে, প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান অধ্যাপক গৌতম রায়চৌধুরীর এবং কো-চেয়ারপার্সন মানসী রায়চৌধুরীর উদ্যোগে শিক্ষাক্ষেত্রে নিজের সতন্ত্র জায়গা গড়ে নিয়েছে টিআইজি।

অন্য বিষয়গুলি:

Education Techno India Group BNCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy