Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Raju Banerjee

টেনশন দিলে পেনশন আটকাব, বীরভূমে বেলাগাম বিজেপি-র রাজু

বৃহস্পতিবার বীরভূমে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজু। সেখানেই এমনই বেলাগাম মন্তব্য করেন রাঢ়বঙ্গের পর্যবেক্ষক।

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। — ফাইল চিত্র

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। — ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৬:৪৫
Share: Save:

ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতায় এলে পুলিশকর্মীদের পেনশন আটকে দেওয়ার হুমকি দিলেন এ বার তিনি। বৃহস্পতিবার বীরভূমে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজু। সেখানেই এমনই বেলাগাম মন্তব্য করেন রাঢ়বঙ্গের পর্যবেক্ষক।

সাঁইথিয়ার কর্মসূচিতে যোগ দিয়ে রাজু প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন। ছন্দ মিলিয়ে বলেন, ‘‘যে সব পুলিশকর্মী আমাদের কর্মীদের টেনশন দিচ্ছেন, তাঁরা ভবিষ্যতে সাসপেনশন এবং পেনশন আটকে যাওয়ার অপেক্ষায় থাকুন। আমরা একুশে বদল করব এবং বদলাও হবে।’’

রাজুর এমন বিতর্কিত মন্তব্য নতুন নয়। গত বছর জুন মাসে ডুয়ার্সের ওদলাবাড়িতে পুলিশকে জুতো চাটানোর হুমকি দেন রাজু। সেবারও জলঘোলা হয়েছিল বিস্তর।

আরও পড়ুন: শিশির অধিকারীর ‘অধীনস্থ’ সভাপতি তিনি, জেলার দায়িত্ব নিয়ে সৌমেন-কথা

আরও পড়ুন: বেপাত্তা লালার নামে পোস্টার, সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই

দলীয় কর্মসূচি থেকে অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করেন রাজু। বলেন, ‘‘যিনি যতই যজ্ঞ করুন না কেন, ভগবান তাঁদের বাঁচাবে না। অনুব্রত মণ্ডলকে জেলে যেতেই হবে।’’ রাজুর অভিযোগ, বিজেপি-কে বাইক র‍্যালি করার অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি ছাড়াই দলীয় কর্মসূচি করার জন্য কর্মী, সমর্থকদের রাজু উস্কানি দেন বলে অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Raju Banerjee BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE