অত্যন্ত দ্রুত রাজ্যে নির্বাচনী আবহ তৈরি করতে নিয়োগ-দুর্নীতি থেকে মুর্শিদাবারের অশান্তির মতো বিভিন্ন বিষয়কে সামনে রেখে আন্দোলনে যাওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিলেন বিজেপি নেতৃত্ব। তার আগে সাংগঠনিক প্রক্রিয়া সেরে নেওয়ার লক্ষ্যে বাকি থাকা মণ্ডল কমিটি ১৫ দিনের মধ্যে গঠন করতে হবে বলেও শুক্রবার দলের সাংগঠনিক বৈঠকে বার্তা দেওয়া হয়েছে।
বিধাননগরে রাজ্য বিজেপির কার্যালয়ে এ দিন বিশেষ সাংগঠনিক বৈঠক ছিল। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন মোর্চা সভাপতিরাও। সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠকে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে। চলতি মাসের শেষে ঘোষণা হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে সর্বভারতীয় সভাপতির নামও। যদিও বৈঠক প্রসঙ্গে সুকান্ত বলেছেন, “সাংগঠনিক আলোচনা প্রকাশ্যে বলব না। আগামী নির্বাচনের দলের জয়ের বিষয়ে পরিকল্পনা করা হয়েছে।”
বৈঠকে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত অবশ্য বলেছেন, “এটা সাংগঠনিক বৈঠক। বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথাও ছিল না।” সূত্রের দাবি, বৈঠকের এ দিনের মেজাজ ছিল যথেষ্টই হালকা। উপলক্ষ, দলের নেতা দিলীপের বিয়ে! এক নেতার বক্তব্য, “সময় ও পরিবেশ আন্দোলনের ছিল। রসিকতার হয়ে গেল!” তবে সুকান্ত দিলীপের বিয়ে নিয়ে বলেছেন, “শুভেচ্ছা রইল। ভাল থাকুন।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)