Advertisement
২২ জানুয়ারি ২০২৫
AITC

Goa TMC: কংগ্রেস নয়, তৃণমূলকেই ইডি-সিবিআই পাঠিয়ে ডেকে পাঠায় বিজেপি, গোয়ায় তোপ অভিষেকের

বৃহস্পতিবার গোয়ায় জোড়া প্রচারসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমটি হয় চার্চ গ্রাউন্ডে অপরটি আলদোনায়।

বৃহস্পতিবার গোয়া বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার গোয়া বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৬
Share: Save:

গোয়া বিধানসভার প্রচারে একযোগে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোয়ায় জোড়া প্রচার সভা করেন তিনি। প্রথমটি হয় চার্চ গ্রাউন্ডে এবং অপরটি আলদোনায়। অভিষেক বলেন, ‘‘কংগ্রেসের কোনও নেতা বা অন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের ইডি-সিবিআই ডাকে না। শুধুমাত্র টার্গেট করা হয় তৃণমূলকেই। আমাকেই ১০টি নোটিস পাঠানো হয়েছে। ওরা ভাবে ইডি-সিবিআইয়ের নোটিস দিলেই আমরা ভয় পেয়ে যাব।’’ তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমাদের এই ভাবে যত আঘাত করবে আমরা তত বেশি শক্তি নিয়ে জমিতে থেকে লড়াই করব। মেরে আমাদের শেষ করা যাবে না।’’

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘এটা জোড়াফুলের দল, আমাদের প্রতীকে ফুল ও ঘাস দুই-ই রয়েছে। যত বেশি কাটবেন তত বেশি করে গজাবে। আমাদের কেটে, নোটিস পাঠিয়ে, চমকে ধমকে কোনও লাভ হবে না। বিজেপি সরকার তা জেনে রাখুন।’’

গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, ‘‘গোয়ায় নাকি ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আর এখানে একজন যুবককে চাকরি পেতে মন্ত্রীকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ১০ তারিখে ফল ঘোষণা হবে। তৃণমূলের সরকার গঠিত হলে, সরকারে যত শূন্যপদ রয়েছে, সব পূরণ করে এখানকার যুব সমাজকে কর্মসংস্থান দেবে তৃণমূলের সরকার।’’

বৃহস্পতিবার জোড়া সভা করে শুক্রবার কলকাতায় ফিরে আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গোয়ায় ২৬টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, বাকি আসনে প্রার্থী দিয়েছে জোটসঙ্গী মহারাষ্ট্র গোমন্তক পার্টি।

অন্য বিষয়গুলি:

AITC TMC Abhishek Bannerjee Goa TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy