Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Jyotirmay Singh Mahato

ক্যাবিনেট সচিবকে চিঠি জ্যোতির্ময়ের

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৬
Share: Save:

রাজ্যের আমলাতন্ত্রে রাজনীতিকরণের অভিযোগ তুলে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। নবান্নে সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব-সহ শীর্ষকর্তাদের সামনেই আর জি কর-কাণ্ডকে ঘিরে আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি তৈরির অভিযোগ তোলেন। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার জ্যোতির্ময় ‘আমলাতন্ত্রে নিরপেক্ষতা’ ফেরানোর দাবি করে বলেছেন, ‘রাজনৈতিক আক্রমণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক মঞ্চের অপব্যবহার করতে দিয়েছেন পশ্চিমবঙ্গের আধিকারিকেরা। আমলাদের রাজনীতিকরণ অল ইন্ডিয়া সার্ভিস রুলের লঙ্ঘন।’ যদিও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য, “ভিত্তিহীন অভিযোগ করে খবরে থাকতে চাইছেন। রাজ্য বিজেপিতে আসলে সভাপতি হওয়ার লড়াই চলছে।” তবে আর জি কর-কাণ্ডের কথা বলে মমতাকে ‘রক্ষকই ভক্ষক’ বলে অভিহিত করে তাঁর বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। খুন-ধর্ষণের ‘১৪ ঘণ্টা পরে’ এফআইআর দায়ের কেন হল, সেই ব্যাখ্যাও চেয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও মমতাকে ‘ভারতের বিপজ্জনক নেতা’ বলে কটাক্ষ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jyotirmay Singh Mahato BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE