দুই ‘নায়কের’ বাগ্যুদ্ধ! আবারও জল্পনা উস্কে দিল খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের একটি টুইট। ফাইল চিত্র।
সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এমনই প্রশ্ন ছুড়ে দিয়ে একটি টুইট করেছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। জল্পনা শুরু হয়েছে, নাম না করলেও এই টুইটের মাধ্যমে হিরণ কি তা হলে ঘাটালের সাংসদ দেবকেই খোঁচা দিতে চাইলেন?
খড়্গপুরের বিজেপি বিধায়ক শুক্রবার একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, “কোনও সাংসদ বা বিধায়ক কি বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এ বিষয়ে কোনও আইন বা নীতি জানা নেই আমার। যদি কেউ এ সম্পর্কে জানেন, তা হলে একটু জানাবেন।” সম্প্রতি দুই ‘নায়কের’ মধ্যে যে বাগ্যুদ্ধ চলছে, হিরণের এই টুইট সেই বিতর্ককে আরও উস্কে দিল বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ।
I don’t know the laws/ethics regarding:-
— Hiraan (@hiran_chatterji) November 4, 2022
Can any MP/MLA endorse/advertise a product/products commercially ???
Would someone help /enlighten ???@AshwiniUpadhyay @ashoklahiribjp @BjpLokenath @impriyankabjp @mayankgandhi04 @kashmirashwani
দিন কয়েক আগেই ঘাটালে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হিরণ। সেখানে গিয়ে নাম না করে দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। ঘাটালের প্লাবন পরিস্থিতির কথা তুলে ধরে দেবকে কটাক্ষ করে হিরণ বলেছিলেন, “৭৫ বছর ধরে ঘাটাল জলের তলায় ডুবে আছে। সমস্ত রাজনৈতিক নেতা ভোট চান। কিন্তু ভোট হওয়ার পর কলকাতার ফ্ল্যাটে থাকেন। মলদ্বীপে বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ান। ৮ বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না। একটার পর একটা সিনেমা করেন। সিনেমার নায়িকাদের সঙ্গে গান করেন, নাচ করেন আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকেন।’’
তাঁকে নিয়ে হিরণের এই মন্তব্যে পাল্টা আক্রমণে যাবেন না বলেও জানান দেব। বরং বিজেপি বিধায়ককে স্মরণ করিয়ে দিয়েছিলেন বাংলা ছবিতে একসঙ্গে শুটিংয়ের কথা। হিরণের পর পরই ঘাটালে গিয়েছিলেন দেব। সেখানে গিয়ে ‘বন্ধু’ হিরণের কটাক্ষের জবাব দেন তিনি। বন্ধুতার বার্তা দিয়ে দেব বলেছেন, “আমার নিজের বন্ধু, যার সঙ্গে আমি খেয়েছি, শুটিং করেছি, দিনের পর দিন স্বপ্ন দেখেছি যে, বাংলা ছবিকে কী ভাবে এগিয়ে নিয়ে যাব, সেই মানুষটাকে নিয়ে আমি কী বলি বলুন তো?’’
এর পরই দলীয় কর্মীদের বার্তা দিয়ে দেবের মন্তব্য, “আমার কাছে রাজনীতি মানে, মানুষকে শান্তিতে রাখা। হিরণ খুব ভাল বন্ধু। কর্মীদের বলব, এটা কিছুই হয়নি। একটা বন্ধু আর এক বন্ধুকে প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিচ্ছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy