কুণাল ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে চলছে টুইট-যুদ্ধ। নিজস্ব চিত্র।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি এ বার দলবদলে তৃণমূলে যাবেন? সোমবার সকালে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট থেকে এমন জল্পনা শুরু হয়। ভবানীপুর উপনির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লকেটকে প্রচারে না নামার জন্য ধন্যবাদও জানান কুণাল। এর পরে লকেটের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তবে দুপুরে জবাব দিলেন কুণালকে। আগামী দিনে তিনি তৃণমূলে যোগ দেবেন কি না সে প্রশ্ন এড়িয়ে কুণালের উদ্দেশে লকেট লেখেন, ‘আপনি বরং, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে না হারেন সে দিকে নজর দিন।’ পর মুহূর্তেই জবাব দেন কুণাল। এ বার তিনি লেখেন, ‘বুঝেছি, আপনি দলের হয়ে কথা বলছেন।’
Thanks and congrats 'star campaigner' @me_locket for not campaigning at Bhabanipur. Inspite of many requests from BJP U hvn't come.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 27, 2021
As a friend wish your success wherever u r.
World is too small.
Hope those days will return again when u started your political innings.
সদ্যই আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। এর পরে পরেই রাজ্য বিজেপি-র সভাপতি পদে দিলীপ ঘোষের জায়গায় এসেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মনে করা হচ্ছে, বিজেপি-তে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে। রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক লকেটকে সম্প্রতি বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন। এ সবের মধ্যেও লকেট যে ফুলবদল করতে পারেন এমন জল্পনাও তৈরি হয়।
You should focus on ensuring that Mamata Banerjee doesn’t lose from Bhabanipur. https://t.co/VsDKrGEEjR
— Locket Chatterjee (@me_locket) September 27, 2021
Ha Ha!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 27, 2021
Don't worry.
Mamatadi will win with large margin. U want this also.
I know that u hv to write in favour of yr party. But still I thank u that even in this reply also u didn't mention the name of the bjp candidate.
कहि पे निगाहे, कहि पे निशाना।
Well done. https://t.co/3ew8YnUfP4
ভবানীপুর উপনির্বাচনে রাজ্য বিজেপি শুধু সর্বশক্তি দিয়ে ঝাঁপায়নি কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রচারে এসেছেন। সেখানে লকেটের অনুপস্থিতি নিয়ে বিজেপি-র মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়। তবে দলের একাংশের বক্তব্য, সংসদের বিভিন্ন কমিটির বৈঠক এবং উত্তরখণ্ড নির্বাচনের প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন লকেট। এমন প্রেক্ষাপটেই সোমবার কুণাল টুইটারে লেখেন, ‘ভবানীপুরে প্রচারে না আসায় তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও শুভেচ্ছা। বিজেপি-র অনেক অনুরোধ সত্ত্বেও আপনি প্রচার করেননি। আপনি যেখানেই থাকুন বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করি।’ এর পরেই জল্পনা বাড়িয়ে কুণাল লেখেন, ‘পৃথিবী খুব ছোট। আশা করছি আপনার রাজনীতি শুরু করার দিনগুলি আবার ফিরে আসুক।’
বিজেপি-র হয়ে সাংসদ পদে জিতলেও পদ্মের টিকিটে দু’বার বিধানসভা নির্বাচনে পরাজিত হন লকেট। তবে রাজনীতিতে তাঁর সূচনা হয় তৃণমূলেই। সেই পুরনো দলে তিনি ফিরে যাবেন কি না তা নিয়ে জল্পনাতেই নতুন ইন্ধন জুগিয়েছেন কুণাল। জবাব দিলেন, লকেট। কিন্তু তাতেও তাঁর আগামী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে খুব স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ভবানীপুর নিয়ে কটাক্ষ করেছেন। এর জবাবে কুণাল টুইটে লেখেন, ‘ভাবতে হবে না। মমতাদি বড় ভোটের ব্যবধানে জিতবেন। কিন্তু তবুও আপনাকে ধন্যবাদ যে, আপনি জবাবেও প্রার্থীর নাম উল্লেখ করেননি।’ এখানেই না থেমে কুণাল লকেটকে ‘সাধুবাদ’ জানিয়ে হিন্দিতে লেখেন, ‘কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানে’। বাংলা অর্থে ‘দৃষ্টি কোথাও, নজর অন্য কোথাও’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy