Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Dilip Ghosh

Dilip Ghosh: পারলে এখনও রগড়ে দিতে চান বিশিষ্টদের, ক্ষমতায় না-এলেও রাগ কমেনি দিলীপের

সমাজের ধর্মীয় বিভাজন নিয়েও শনিবার নিজের মত ব্যক্ত করেন দিলীপ। হিন্দু-মুসলমান সম্পর্ক নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথাও।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৯:৫৩
Share: Save:

‘রগড়ে দেব।’ বাংলার বিশিষ্টজনদের উদ্দেশে এই ভাবেই বলেছিলেন দিলীপ ঘোষ। তবে সময়টা ছিল অন্য রকম। তখন নবান্ন দখলের স্বপ্নে বুঁদ বিজেপি। দলের ভাবনা এমন ছিল যে, বিধানসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। কিন্তু তা হয়নি। অনেক দূরেই থমকে গিয়েছে বিজেপি। দিলীপও আর রাজ্যের দায়িত্বে নেই। এখন সর্বভারতীয় সহ-সভাপতি। সম্প্রতি তাঁকে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু দিলীপ সেই একই রয়েছেন। সেটাই বুঝিয়ে দিলেন শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে যোগ দিয়ে। বললেন, ‘‘রগড়ে দেব বলেছিলাম, এখনও বলছি সুযোগ পেলেই রগড়াব।’’

বিশিষ্টজনদের সম্পর্কে এত রাগ কেন দিলীপের? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘‘আমার রাগ ওঁদের উপরে নয়, ওঁদের ঢংয়ের উপরে। গত বিধানসভা নির্বাচনে তো কাউকেই ময়দানে দেখা যায়নি।’’

সমাজের ধর্মীয় বিভাজন নিয়েও শনিবার নিজের মত ব্যক্ত করেন দিলীপ। তিনি বলেন, ‘‘আমি বা আমার দল লোকদেখানো সম্প্রীতি পছন্দ করি না। আমি যখন সঙ্ঘের (আরএসএস) কাজে আন্দামানে ছিলাম তখনও মুসলমান বন্ধুরা আমার কাছে আসতেন। আমিও তাঁদের বাড়িতে যেতাম। এখনও যাই। কিন্তু উপবাস না করে গরমের মধ্যে টুপি পরে ইফতার করতে পারব না। ওই ঢং আমাকে দিয়ে হবে না।’’

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy