Advertisement
০৭ জানুয়ারি ২০২৫
West Bengal News

দিল্লি-সংঘর্ষ থেকে নজর ঘোরাতেই কি করোনা নিয়ে মাতামাতি? প্রশ্ন তুললেন মমতা

দিল্লির হিংসা নিয়ে মমতা বলেন, ‘‘আমরা চাই এই ঘটনায় জুডিশিয়াল এনকোয়ারি হোক।’’

মালদহের সুজাপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকের  ভিডিয়ো থেকে নেওয়া ছবি

মালদহের সুজাপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকের ভিডিয়ো থেকে নেওয়া ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৬:২৯
Share: Save:

দিল্লির সংঘর্ষের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই দেশে করোনাভাইরাসের আতঙ্ক। দিল্লির ঘটনা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই কি করোনাভাইরাস নিয়ে এত হইচই করছে কেন্দ্র তথা শাসক দল বিজেপি? এই প্রশ্নই উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহের সুজাপুরের সভায় মমতার তোপ, টিভির লোককে দিয়ে করোনা করোনা করে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে কেন্দ্র। দিল্লি-হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লিতে গুজরাত মডেলে গণহত্যা হয়েছে।’’

বুধবার মালদহের ছোট সুজাপুরে ছিল তৃণমূলের বুথভিত্তিক কর্মিসভা। সেই সভায় যোগ দিয়ে দিল্লির সংঘর্ষ নিয়ে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘পুরো গুজরাতের মডেল। গুজরাতে যা করেছিল, তারই পুনরাবৃত্তি হয়েছে দিল্লিতে। এটা দাঙ্গা নয়, আমি মনে করি এটা একটা গণহত্যা। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। শিশুর সামনে তাঁর বাবা, মা ভাই বোনকে কেড়ে নিয়েছে। আজও মানুষ জানে না, কত জন মারা গিয়েছে। সরকারি ভাবে বলছে ৫০-৫৫। কিন্তু আমাদের কাছে খবর আছে, অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।’’

মঙ্গলবার থেকেই দেশে করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে। বুধবার তা আরও বেড়েছে। ইতালির একটি পর্যটক দলের ১৬ জন-সহ মোট আক্রান্তের সংখ্যা ২৫। নরেন্দ্র মোদী, অমিত শাহেরা ঘোষণা করেছেন, হোলির উৎসবে যোগ দেবেন না। বিশেষজ্ঞরা জমায়েত-সমাবেশে যোগ দিতে নিষেধ করেছেন বলেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু মমতার অভিযোগ, পরিকল্পিত ভাবেই করোনা নিয়ে এত ঢাক ঢোল পেটানো হচ্ছে।

আরও পডু়ন: দেশে করোনা আতঙ্ক ছড়াচ্ছে, আক্রান্ত ২৮-এর মধ্যে ১৬ ইতালীয় পর্যটক

করোনার প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘‘করোনা বেরিয়েছে সবে। বাংলায় কেউ আক্রান্ত হয়নি। কেউ আক্রান্ত হোক, আমরা চাইও না। কিন্তু দিল্লির ঘটনা যাতে মানুষ মনে না রাখে তাই এখন করোনা করোনা বলে টিভির লোককে দিয়ে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে। যাতে লোকে প্রশ্ন না করে, এত লোক কী ভাবে মারা গেল।’’

সম্প্রতি কলকাতায় এসে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় যোগ দেওয়ার পথে মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই তো কলকাতায় এসে মিটিং করে গেলে। কেউ বাধা দিয়েছে? অনুমতি না দিলেই বলত, এখানে গণতন্ত্র নেই। মিছিল করে মাথায় ফেট্টি বেঁধে বলছে ‘গোলি মার’। হরিদাসের দল, হিংসার রাজনীতি করছে। বলে কি না, ‘গোলি মার’। মনে রাখবেন, কলকাতা আর দিল্লি এক নয়। দিল্লিতে তুমি দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছ? আর বাংলাতে যারা স্লোগান দিয়েছে, আমি সাত-আটজনকে অ্যারেস্ট করিয়েছি। যারা জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করাব।’’

আরও পডু়ন: ‘বাংলার গর্ব মমতা’য় গরহাজির গোটা অধিকারী পরিবার, জোর জল্পনা

দিল্লির হিংসা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করে মমতা বলেন, ‘‘বাংলায় একটা ইঁদুর যদি কামড়ায়, সিবিআই এনকোয়ারি চাই। আর এত লোকের মৃত্যুর পরেও একটা জুডিশিয়াল এনকোয়ারি পর্যন্ত হল না। আমরা চাই এই ঘটনায় জুডিশিয়াল এনকোয়ারি হোক। গায়ের জোরে যা খুশি তাই করছে। সাংবাদিকরা যারা দেখাচ্ছিলেন, তাঁদের অ্যাডভাইজরি দিল, এসব দেখানো যাবে না।’’

সাধারণ মানুষকে সাবধান করে মমতা বলেন, ‘‘বাংলায় কোনও ভাগাভাগি নেই। কোনও দাঙ্গা নেই। যারা দাঙ্গার নামে উস্কানি দেবে, তাদের থেকে সাবধান থাকবেন। কিছু লোক বাইরে থেকে আসবে, উস্কানি দিয়ে দাঙ্গা বাধিয়ে চলে যাবে। কিন্তু আপনার ক্ষতি হলে কেউ এগিয়ে আসবে না। আমরাই পাশে থাকব।’’

ছোট সুজাপুরের সভা থেকে নাগরিকত্ব ইস্যুতেও এ দিন ফের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন), এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি), এনপিআর (জাতীয় জনসংখ্যা পঞ্জি) করতে দেব না। বাংলা থেকে কোনও মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সিটিজেনশিপ তো সারা বছরই চলে। যে পায়নি সে আবেদন করে। বিজেপির নেতাদের জিজ্ঞেস করুন, তোমার সিটিজেনশিপ কোথায়?’’

গত বছর লোকসভা গোটা উত্তরবঙ্গে একটিও আসন পায়নি বিজেপি। মালদহেও একটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। তা নিয়ে এ দিন নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বরদাস্ত করা হবে না।

মালদহের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Malda Coronavirus Delhi Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy