দিলীপ ঘোষ। ফাইল চিত্র।
সম্প্রতি সংবাদমাধ্যমে তাঁর দেওয়া কয়েকটি সাক্ষাৎকারে শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকেই ক্ষুণ্ণ করেনি, দলেরও ক্ষতি করেছে। এমনকি ছোট করেছে দলের প্রতি তাঁর অতীতের অবদানকেও।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে সোমবার পাঠানো চিঠিতে এ কথাই জানালেন দলের সাধারণ সম্পাদক এবং সদর দফতরের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহ।
দিলীপের এমন আচরণ যে দলের প্রতি তাঁর অতীতের অবদানের সঙ্গে মানানসই নয় সে কথাও জানিয়েছেন অরুণ। সেই সঙ্গে লিখেছেন, ‘আপনার এমন আচরণে দলীয় নেতৃত্ব গভীর ভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। দলীয় নেতৃত্ব আশা করে এ বার বিষয়টিতে আপনি গুরুত্ব দেবেন, নিজের পদমর্যাদার প্রতি সুবিচার করে আপনি দলকে উদ্বুদ্ধ এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন।’
শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিনরাজ্যেও সংবাদমাধ্যম বা অন্য কোনও প্রকাশ্য মঞ্চে মন্তব্য করা থেকে বিরত থাকতে দিলীপকে বার্তা দিয়েছেন অরুণ। সেই সঙ্গে জানিয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে তাঁর বার্তা দিতেই ওই চিঠি।
দিলীপ ঘোষের সঙ্গে মতাদর্শগত ও রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 31, 2022
কিন্তু ওদের দলের কিছু দলবদলু তৎকাল সুবিধেবাদী ওঁর মত একজন আদি নেতার কন্ঠরোধ করে বুলডোজার চালাবে, এটা রাজনীতির অশুভ ইঙ্গিত। (তবে বিজেপি আরও জনবিচ্ছিন্ন হবে, লাটে উঠবে, এটা শুভ।)
দিলীপ ঘোষ এসব ফতোয়া অমান্য করুন।
দিলীপকে পাঠানো চিঠি সম্পর্কে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, ‘দিলীপ ঘোষের সঙ্গে মতাদর্শগত ও রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। কিন্তু ওদের দলের কিছু দলবদলু তৎকাল সুবিধেবাদী ওঁর মত একজন আদি নেতার কন্ঠরোধ করে বুলডোজার চালাবে, এটা রাজনীতির অশুভ ইঙ্গিত। (তবে বিজেপি আরও জনবিচ্ছিন্ন হবে, লাটে উঠবে, এটা শুভ।) দিলীপ ঘোষ এসব ফতোয়া অমান্য করুন।’
অন্য দিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘উনি (দিলীপ) দলের সফলতম রাজ্য সভাপতি এবং একনিষ্ঠ সৈনিক।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy