বাংলার নবজাগরণ ৩.০
বঙ্গীয় বাণিজ্য পরিষদ অর্থাৎ ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’-এর উদ্যোগে করুণাময়ী সেন্ট্রাল পার্কে (বইমেলা প্রাঙ্গণ) অনুষ্ঠিত হয়ে গেল পাঁচ দিন ব্যাপী জমজমাট অনুষ্ঠান ‘বাংলার নবজাগরণ ৩.০’।
এই অভিনব বাণিজ্য মেলায় ব্যবসায়িক আলাপচারিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের স্টল, ফ্যাশন শো, হস্তশিল্পের দোকান এবং সাধারণ মানুষের জন্য বিনোদন- ছিল সব কিছুই।
বিগত বছরের মতো এ বারও বঙ্গীয় বাণিজ্য পরিষদের সদস্যদের মূল লক্ষ্য ছিল বাঙালিদের ব্যবসায় আগ্রহ বাড়িয়ে তোলা। পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগ করে দিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও স্বাগত জানানো হয়েছিল এই মিলনমেলায়। এ বছর মোট ২৫ থেকে ৩০টি সংস্থা যোগ দিয়েছিল এই ‘ট্রেড ফেয়ার’-এ।
২০২১ সালে শুরু হওয়া এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা চারশো ছাড়িয়েছে এবং ক্রমাগত এই সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংগঠনের মূল উদ্দেশ্য হল ব্যবসা সংক্রান্ত কিছু ভুল ধারণা ও ভীতি কাটিয়ে বাঙালিদের ব্যবসার প্রতি আগ্রহকে বাড়িয়ে তোলা।
যা কর্মসংস্থান, জীবিকা, সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি সমগ্র সমাজের বিকাশে সুস্থ ও ইতিবাচক প্রভাব ফেলতেও সক্ষম হবে। সেই ভাবনা থেকেই ‘বাংলার নবজাগরণ ২.০’-এর দারুণ সাফল্যের পর আবারও আয়োজন করা হয়েহিল ‘বাংলার নবজাগরণ ৩.০’।
‘জর্জ টেলিগ্রাফ গ্রুপ’ ও ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’-এর এই যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের স্টল ছাড়াও ঘরোয়া ব্যবসায় উৎসাহ দিতে একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল। তার জন্য আবেদন জমা পড়েছিল তিন হাজারেরও বেশি। এ ছাড়াও ছিল রান্নার প্রতিযোগিতা, ‘কিডস্ ফান জ়োন’, ‘ফাইন্যান্স জ়োন’ ইত্যাদি। এ ছাড়া, বিগত বছরের মতো এ বারও কিংবদন্তি ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়াও এই বছর সাধারণ মানুষের বিনোদনের জন্য ছিল বিশেষ আকর্ষণ। মেলার প্রথম দিন মঞ্চ মাতাতে উপস্থিত ছিল জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ এবং তৃতীয় দিন ছিল বাংলা রক ব্যান্ড ‘ফসিল্স’। পাশাপাশি ছিলেন আরও অন্যান্য নামজাদা ব্যান্ডের শিল্পীরাও। দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
‘বাংলার নবজাগরণ ৩.০’-এর পঞ্চম দিনে ‘বেঙ্গল বিজ়নেস অ্যাঞ্জেল নেটওয়ার্ক’ তাদের প্রথম পিচ সেশনের আয়োজন করেছিল। যেখানে চারটি স্টার্টআপ কোম্পানি তাদের উদ্ভাবনী ভাবনাগুলিকে উপস্থাপন করে। ‘বায়োগ্রিন প্রজেক্টস’-এর সম্বরণ চট্টোপাধ্যায় বিজয়ী হিসেবে সম্মাননা অর্জন করেন।
এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি বাংলার উদ্ভাবনী উদ্যোগ এবং বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের নতুনত্বকে উৎসাহিত করার অঙ্গীকারের প্রতিফলন। সব মিলিয়ে এই বছরেও দারুণভাবে অনুষ্ঠিত হল ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’ আয়োজিত ‘বাংলার নবজাগরণ ৩.০’।
‘বাংলার নবজাগরণ ৩.০’-এর ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy