— ছবি সংগৃহীত
দেশভাগ এবং স্বাধীনতা প্রাপ্তির উত্তাল সময়ে বেলেঘাটায় এসে অনশনে বসেছিলেন মোহনদাস কর্মচন্দ গাঁধী। তাঁর সেই আগমনের ৭৫ বছর পূর্তি স্মরণে সাধারণ, দরিদ্র মানুষের পাশে দাঁড়াল গাঁধী স্মারক সমিতি ও হরিজন সেবক সঙ্ঘ। তাদের উদ্যোগে শুক্রবার ৭৫ জন ফুটপাথবাসী ও হরিজনকে এক মাসের রেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন গান্ধী স্মারক সমিতির সভাপতি শঙ্কর কুমার সান্যাল, ব্যারাকপুরের গাঁধী সংগ্রহশালার প্রাক্তন অধিকর্তা সুপ্রিয় মুন্সী প্রমুখ। বেলেঘাটার গাঁধী ভবনের সংগ্রহশালা এখন বন্ধ। সমিতির সম্পাদক পাপড়ি সরকার বলেন, ‘‘আমরা অপেক্ষা করে আছি অনুকূল পরিস্থিতির জন্য, যখন সংগ্রহশালা খোলা হবে এবং গাঁধী ভবন আবার পূর্বের রূপ ধারণ করবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy