Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Dilip Ghosh

Dilip Ghosh: বার্নপুরে দিলীপের গাড়ি আটকে ‘খেলা হবে’ স্লোগান, বিক্ষোভ দেখানোয় অভিযুক্ত তৃণমূল

বুধবার বার্নপুরে চা-চক্রের অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা।

বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ।

বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বার্নপুর শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ০৯:৫৮
Share: Save:

আসানসোলের বার্নপুরে গিয়ে বুধবার সকালে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চা চক্রের অনুষ্ঠান করে ইস্কোর গেস্ট হাউসে ফিরছিলেন তিনি। সে সময়ই বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে তাঁকে ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। যদিও বিক্ষোভ দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

বুধবার বার্নপুরে চা চক্রে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন দিলীপ। সেখানে তিনি বলেছেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চারদিকে খুনখারাপি চলছে। কেউ গোয়া, কেউ ত্রিপুরা তো কেউ দিল্লি গিয়ে বসে আছেন। পশ্চিমবঙ্গের মানুষের কী হবে?’’ এ সব বলে ফেরার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সে সময় ঘটনাস্থলে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিক্ষোভ নিয়ে তিনি বলেছেন, ‘‘তৃণমূল মানেই গুণ্ডাবাহিনী। কোনও কারণ ছাড়াই তৃণমূলের লোকেরা আমাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন।’’

যদিও দিলীপদের ঘিরে বিক্ষোভের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘খেলা হবে বাংলার জনপ্রিয় স্লোগান। এখানে দলমত নির্বিশেষে সকলে এই স্লোগান দেয়। সেখানে বিক্ষোভের কোনও ব্যাপার নেই। গো ব্যাক বা অন্য কিছু তো বলেনি। শুধু খেলা হবে বলা হয়েছে। এ নিয়ে যদি ওঁর সমস্যা হয়, তা হলে কী করা যাবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE