ঝড়ের দাপটে সেতু থেকে নীচে পড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। — নিজস্ব চিত্র।
ঝড়ে উল্টে গেল তৃণমূল নেতার গাড়ি। কাঠের নড়বড়ে সেতু থেকে তা গিয়ে পড়ল নীচে। রবিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন এলাকার তৃণমূল নেতা এবং তাঁর গাড়ির চালক। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় ওই তৃণমূল নেতা ভোটের প্রচারে যাচ্ছিলেন। মাঝপথে তাঁর গাড়ি সেতু থেকে নীচে পড়ে যায়।
অমরপুরে দামোদরের উপর রয়েছে একটি অস্থায়ী কাঠের সেতু। দীর্ঘদিন পাকা সেতুর দাবি থাকলেও ফাঁপা প্রতিশ্রুতি ছাড়া এলাকাবাসীরা আর কিছুই পাননি এত দিন। এ বার সেই সেতু পারাপার করতে গিয়ে গাড়িসুদ্ধ নীচে পড়লেন তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে জ্যোৎশ্রীরাম অঞ্চলের তৃণমূল সভাপতি তপনকুমার দে গাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন চালক, নেতা বসেছিলেন পিছনের আসনে। অমরপুরে আচমকাই দমকা হাওয়া দিতে শুরু করে। অস্থায়ী সেতুর উপর যখন গাড়ি পৌঁছয়, হাওয়ার বেগ তখন প্রবল। সেই হাওয়ার বেগে তপনের গাড়ি নড়বড়ে কাঠের সেতু থেকে সোজা নীচে পড়ে যায়। আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে সওয়ারিদের উদ্ধার করেন স্থানীয় মানুষ। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক প্রাথমিক হাসপাতালে। পরে তপনকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তপন।
জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক বলেন, ‘‘তপন বাড়ি থেকে গাড়িতে জামালপুরে দলীয় কাজে যাওয়ার সময় বিপত্তি ঘটেছে। তাঁর এবং তাঁর গাড়ির চালকের দু’জনেরই আঘাত লেগেছে।’’ তিনি আরও বলেন, ‘‘সকালের ঝড়বৃষ্টিতে এলাকায় ভাল ক্ষতি হয়েছে। অনেক গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ের দাপটে বেশ কয়েকটি কাঁচা বাড়ির চালও উড়ে গিয়েছে।’’
জেলাশাসক কে রাধিকা আয়ার বলেন, ‘‘ঝড়ে এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সম্পূর্ণ রিপোর্ট এসে পৌঁছোয়নি। ব্লক প্রশাসন গোটা বিষয়টি দেখছে।’’ এলাকার মানুষের অভিযোগ, প্রতি বার ভোটের আগে পাকা সেতুর প্রতিশ্রতি দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এ নিয়ে এলাকার মানুষ ক্ষুদ্ধ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy