Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
SBSTC

দুর্গাপুরে বাংলো-বিতর্কে দীপ্তাংশু

এসবিএসটিসি সূত্রে জানা যায়, ২০২০-র ১০ জুলাই সংস্থার তরফে ওই বাংলোটি এডিডিএ-র কাছ থেকে তৎকালীন চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরীর ব্যবহারের জন্য চাওয়া হয়েছিল।

এই বাং‌লোটিই না ছাড়ার অভিযোগ। নিজস্ব চিত্র।

এই বাং‌লোটিই না ছাড়ার অভিযোগ। নিজস্ব চিত্র।

সুব্রত সীট
দুর্গাপুর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:১০
Share: Save:

পদ ছেড়েছেন, বাংলো নয়— দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে বিজেপি নেতা দীপ্তাংশু চৌধুরীর বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করেছেন দীপ্তাংশুবাবু।

এডিডিএ সূত্রে জানা গিয়েছে, পর্ষদের সিইও-র পদ ফাঁকা থাকাকালীন এসবিএসটিসি-কে তাদের চেয়ারম্যানের ব্যবহারের জন্য বাংলোটি দেওয়া হয়েছিল। এখন এডিডিএ-র নতুন সিইও এসেছেন। বাংলোটি ফেরত চেয়ে এসবিএসটিসি-কে চিঠি দিয়েছে এডিডিএ। তাপসবাবুর অভিযোগ, ‘‘গত বছর ২৪ ডিসেম্বর চিঠি দেওয়া হলেও এখনও বাংলো ফেরত মেলেনি। আমাদের নতুন সিইও-র ব্যবহারের জন্য বাংলোটি দরকার।’’ তাঁর সংযোজন: ‘‘এসবিএসটিসি-র প্রাক্তন চেয়ারম্যান বাংলোটি ছাড়েননি বলেই সমস্যা হচ্ছে।’’ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর গোদালা
কিরণ কুমার।

এডিডিএ সূত্রে জানা গিয়েছে, ডিএসপি টাউনশিপের এ-জ়োনে অ্যান্ড্রুজ় প্যালেসে বাংলোটি রয়েছে। ডিএসপি-র কাছ থেকে বাংলোটি নিয়ে সেটির আমূল সংস্কার করে এডিডিএ। এডিডিএ-র তৎকালীন সিইও এস অরুণপ্রসাদকে বাংলোটি ব্যবহার করার জন্য দেওয়া হয়। ২০২০-র ১২ মার্চ তিনি বাঁকুড়ার জেলাশাসক হয়ে বদলি হন। তার পর থেকে বাংলোটি ফাঁকা পড়েছিল।

এসবিএসটিসি সূত্রে জানা যায়, ২০২০-র ১০ জুলাই সংস্থার তরফে ওই বাংলোটি এডিডিএ-র কাছ থেকে তৎকালীন চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরীর ব্যবহারের জন্য চাওয়া হয়েছিল। সেই সময়ে এডিডিএ-র সিইও পদে কেউ না থাকায় বাংলোটি এসবিএসটিসি-র চেয়ারম্যানকে ব্যবহার করতে দিতে রাজি হয় এডিডিএ। এ দিকে, ২০২০-র ১০ ডিসেম্বর এডিডিএ-র সিইও পদে নীতীন সিংহানিয়াকে নিয়োগ করে রাজ্য সরকার। এসবিএসটিসি-র চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন দীপ্তাংশু চৌধুরীও। কিন্তু এসবিএসটিসি-র নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘‘পদ ছাড়লেও, বাংলোটি এখনও ছাড়েননি দীপ্তাংশু চৌধুরী। আমরা তাঁকে চিঠি পাঠিয়েছি।’’

দীপ্তাংশুবাবু যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বাংলোটি এডিডিএ-র নয়। ডিএসপি এসবিএসটিসি-র চেয়ারম্যানকে তা বরাদ্দ করেছিল। ওই বাংলো বহু দিন আগে ছেড়ে দিয়েছি।’’ ডিএসপি সূত্রে জানা গিয়েছে, সংস্থার বহু আবাসন ও বাংলো প্রয়োজনের খাতিরে রাজ্য ও কেন্দ্রের নানা সংস্থাকে দেওয়া রয়েছে। তার মধ্যেই রয়েছে এই বাংলোটিও। এডিডিএ-র চেয়ারম্যান তাপসবাবুর দাবি, ‘‘ওই বাংলোয় অন্তত এক কোটি টাকার সম্পত্তি রয়েছে আমাদের। ফলে, সেটি আমাদেরই বাংলো।’’

অন্য বিষয়গুলি:

BJP SBSTC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy