এ ভাবেই পুলিশকে সতর্ক করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা। নিজস্ব চিত্র।
বর্ধমানের সার্কিট হাউসে ঢোকার মুখে ঘরছাড়া বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে নালিশ জানানো হল মহিলা কমিশনের সদস্যের কাছে। সোমবার পূর্ব বর্ধমানের পাশাপাশি ভিন জেলার ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হয়েছিলেন সার্কিট হাউসে। কেন্দ্রীয় মহিলা কমিশনের আর বি এল দেশাইয়ের সঙ্গে সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তাঁদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শুনে ক্ষুব্ধ হয়ে দেশাই বৈঠক ছেড়ে সটান চলে যান গেটে। সেখানে তিনি কর্তব্যরত পুলিশ অফিসারদের কার্যত ধমক দেন।
সে সময় গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি (হেডকোয়ার্টার) শৌভিক পাত্র, এসডিপিও আমিনুল ইসলাম খান, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা। দেশাই বলেন, ‘‘যাঁরা আসছেন কমিশনের কাছে দেখা করার জন্য, কেন তাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে?’’
দেশাই জানান, তাঁর কাছে আসা ঘরছাড়া বিজেপি কর্মীদের গেটে ঢোকার সময় ছবি তোলা হচ্ছে, নাম-ঠিকানা নেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। তিনি পুলিশকে বলেন, ‘‘এসব কিছু করা যাবে না।’’
ভোট পরবর্তী অশান্তির বিরাম নেই জেলায় জেলায়। বিজেপি-র অভিযোগ, ঘরছাড়াদের ঘরে ফিরতে হলে দিতে হচ্ছে মোটা টাকার জরিমানা। সোমবার সেই অভিযোগ জানাতে কেন্দ্রীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের সদস্যা দেশাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আক্রান্ত বিজেপি কর্মীরা। তাঁদেরই একজন, নদিয়ার চাপড়ার বাসিন্দা অর্পিতা বিশ্বাস বলেন, ‘‘ভোটের ফল ঘোষণার পর থেকে শাসকদলের অত্যাচারে, সন্ত্রাসে আমরা ঘরছাড়া। এখানে মহিলা কমিশনে অভিযোগ জানাতে এসেও বাধার মুখে পড়লাম।’’ খণ্ডঘোষের বিজেপি নেত্রী রাখি রায় বলেন, ‘‘বিজেপি করায় ঘরবাড়িতে লুটপাট চালানো হয়েছে। খুনের হুমকি দেওয়া হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy