পূর্ব বর্ধমানে মমতা। ছবি: ফেসবুক।
রাজ্যের ৭৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২ হাজার ৩৮৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে খারিফ মরসুমে কৃষকবন্ধু প্রকল্প (নতুন)-এ কৃষকদের সাহায্য প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘এখানে বোতাম টিপলাম আর ৭৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল। ১০ হাজার টাকা করে কৃষকদের সাহায্য দেওয়া হচ্ছে। এই খরিফ মরসুমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হল।’’ সেখান থেকেই কিষাণ মান্ডি নিয়ে কৃষকদের নানা অভিযোগের প্রেক্ষিতেও হুঁশিয়ারি দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। জানালেন, যে দায়িত্ব নেবে না, তার ক্ষমতায় থাকারও প্রয়োজন নেই।
কিষাণ মান্ডি নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন। ‘‘এখানে সিএস আছেন, ডিএম (জেলাশাসক) আছেন, কোল্ড স্টোরেজের লোকেরা আছেন। অভিযোগ আসছে, কিষাণ মান্ডিতে ধান নিয়ে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দিলে, সময় মতো কাজ না করলে, আপনারা বিডিও অফিসে যাবেন। থানায় গিয়ে এফআইআর করবেন। যাতে কোনও কৃষক তাঁর ধান নিয়ে ফিরে না আসেন, সে দায়িত্ব নিতে হবে।’’ এর পর মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘যে দায়িত্ব নেবে না, তার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এ রকম কেস বাঁকুড়ায় হয়েছে। আমরা অ্যাকশন নিয়েছি।’’ মমতা আরও বলেন, ‘‘কৃষকরাই আমাদের সম্পদ। গত ১১ বছরে ৫৭ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন বেড়েছে।’’
কৃষকবন্ধু প্রকল্প নিয়ে মমতা বলেন, ‘‘শুধু কথা বলা নয়, আমরা কাজটাও করি। কৃষকদের জন্য সিঙ্গুরে ২৬ দিন অনশন করেছি। বিজেপির কৃষকবিরোধী মনোভাব। ওদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সর্বপ্রথম আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি। আমাদের রাজ্যে কৃষকদের আয় তিন গুণ বেড়েছে। ফসলেরও ভাল দাম পাওয়া যায় এখানে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy