মদের নেশা ছাড়ানোর জন্য ওষুধ খাওয়ানোর চেষ্টা করায় স্ত্রীকে বঁটি দিয়ে কোপালেন স্বামী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় জয়া মাঝি (৫৫) নামে জখম ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছ। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী স্বপন মাঝি (৬৪)-র মদের নেশা ছাড়ানোর জন্য ওষুধ খাওয়াতেন স্ত্রী জয়া। কিন্তু তা খেতে রাজি হননি স্বপন। বৃহস্পতিবার এ নিয়েই দু’জনের মধ্যে বচসা বাধে। সেই সময় বঁটি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে স্বপন। জয়াকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্বপন পেশায় জনমজুর। জয়াও জনমজুরি করেন। পরিবারের সদস্যদের বক্তব্য, স্বপন দীর্ঘ দিন ধরেই মদের নেশায় আসক্ত। বারবার বলার পরেও সেই নেশা ছাড়েনি স্বপন। সম্প্রতি জয়াদেবী এক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়াতে থাকেন স্বামীকে। তা নিয়েই বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। আচমকা স্বপন ঘরে থাকা বঁটি তুলে কোপাতে থাকেন। স্বপনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রতিবেশীরা।