Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Huge quantity of Fire Cracker seized

দত্তপুকুরকাণ্ডের মধ্যেই আসানসোলে উদ্ধার বিপুল পরিমাণ বাজি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান

বার্নপুরে একটি বন্ধ গুদাম থেকে বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গুদামের মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হিরাপুর থানার পুলিশ।

Image of seized fire crackers from barnpur

বার্নপুর থেকে বিপুল পরিমাণ বাজি আটক করল পুলিশ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৩:৫৫
Share: Save:

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ন’জনের। রাজ্যে কী করে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলতে পারে বাজির বেআইনি কারবার, তা নিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। এই প্রেক্ষিতে খবর পাওয়া গেল, আসানসোলের বার্নপুর থেকে বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই বাজি মজুতের প্রশাসনিক অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দত্তপুকুরে বাজি কারখানার বিস্ফোরণ ঘটনার পরেই যেন নড়েচড়ে বসল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও। গোপন সূত্রে খবর পেয়ে বার্নপুরের রামবাঁধ এলাকায় একটি গুদামে তল্লাশি অভিযান চালায় হিরাপুর থানার পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ বাজি। এত পরিমাণ বাজি মজুত কে করল? বাজি মজুত করার জন্য যে প্রয়োজনীয় লাইসেন্স বা সরকারি অনুমতিপত্রে প্রয়োজন হয়, তা ছিল কি? তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। গুদামের মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশের এসিপি ঈশিতা দত্ত বলেন, ‘‘বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে বাজি মজুতের প্রয়োজনীয় লাইসেন্স আছে কি না। কী ধরনের বাজি, কত ওজন বাজির, তা খতিয়ে দেখছি। আইন অনুযায়ী পদক্ষেপ হবে।’’

রবিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় অন্তত ন’জনের। আহত হন আরও অনেকে। এই ঘটনার পরেই প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, পুলিশ এবং তৃণমূল নেতাদের যোগসাজশের জেরেই রমরমিয়ে বাজির কারবার চলছিল। যদিও স্থানীয় তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনা নিয়ে প্রশাসনের অভ্যন্তরেও তোলপাড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নিষেধ সত্ত্বেও কী করে বার বার বেআইনি বাজির কারখানা চলছে? এই পরিস্থিতিতে আসানসোলে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করল পুলিশ।

অন্য বিষয়গুলি:

Fire Cracker Fire Cracker Factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy