আসানসোলের যানজট। —ফাইল চিত্র।
যানজট এড়াতে আন্তঃরাজ্য বাসগুলি দাঁড়ানোর জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) কালীপাহাড়ি বাস স্ট্যান্ডকে বেছে নেওয়া হল। এ বিষয়ে শনি ও রবিবার বৈঠক হয়েছে আসানসোল সার্কিট হাউসে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবহণ সংগঠনগুলি। সংগঠনগুলির নেতৃত্ব এই বিষয়টি সুচারু ভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন।
জেলা পরিবহণ দফতর সূত্রে জানা গিযেছে, আসানসোল সিটি বাস স্ট্যান্ড হয়ে যাতায়াত করে ২৪০টি বড় ও ২৫০টি মিনিবাস। এর মধ্যে স্ট্যান্ডে এক সঙ্গে ১৪টি বড় ও ২৪টি মিনিবাস দাঁড়াতে পারে। এ ছাড়া, ৪০টির বেশি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস এখানে দাঁড়িয়ে যাত্রী তোলে। পাশপাশি, এই স্ট্যান্ডের পাশে প্রায় ৪০টি আন্তঃরাজ্য দাঁড়ায়।
আসানসোল বড় ও মিনিবাস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এই স্ট্যান্ডে জায়গা কম। ফলে, অনেক বাস মিনিবাস বাইরে দাঁড়ায়। আসানসোল বড় বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মুখোপাধ্যায় জানান, আন্তঃরাজ্য বাসগুলিকে অন্যত্র সরিয়ে দিলে শহরের মধ্যে চলাচলকারী স্থানীয় ও এ রাজ্যের দূরপাল্লা ও মিনিবাস দাঁড়ানোর অনেকটা জায়গা পাবে। রাস্তা দখলমুক্ত হবে। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় জানান, যে কোনও বড় শহরে বাইরেই আন্তঃরাজ্য বাস দাঁড়ানোর ব্যবস্থা থাকে। কারণ, এই বাসগুলো অনেক বড়। রাস্তাতেও বেশি জায়গা দখল করে থাকে। কাজেই এই সিদ্ধান্ত ঠিক মতো কার্যকর হলে শহরবাসী যানজট থেকে কিছুটা মুক্তি পাবেন। তবে দেখতে হবে, এই বাসগুলো যেন শহরের প্রধান স্ট্যান্ড হয়ে বা পুরনো জিটি রোড দিয়ে না যায়। বাইপাস দিয়ে যাতে যায়, তার ব্যবস্থা করতে হবে। আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুয়ালিয়া জানান, দেড় দশক আগে জাতীয় সড়কের বাইপাসে জুবিলি মোড়ে পুরসভার তৈরি করা দূরপাল্লার স্ট্যান্ড এসবিএসটিসিকে দেওয়া হয়। সেখানে সংস্থার কিছু বাস যায়। ২০১৬-র পরে কালীপাহাড়ির কাছে পুরসভা নির্মিত দূরপাল্লার বাসের জন্য স্ট্যান্ড আবার এসবিএসটিসিকে দেওয়া হয়। সেখানে সংস্থার মাত্র ২-৩টি বাস যায়। সেখানে এসবিএসসিসির বাসও পাঠাতে হবে।
শনিবার বৈঠকে ছিলেন জেলাশাসক এস পুন্নমবলম, এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ পরিবহণ দফতর, পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। রবিবার মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক, আসানসোল মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রের খবর, কালীপাহাড়িতে আধুনিক মানের পরিকাঠামো আছে। সে ভাবে ব্যবহার না হওয়ায় কিছু সংস্কার প্রয়োজন। মন্ত্রী দ্রুত সে সব শেষ করে আন্তঃরাজ্য স্থায়ী বাস স্ট্যান্ড চালু করতে বলেছেন। মন্ত্রী মলয় বলেন, “আন্তঃরাজ্য বাসের স্ট্যান্ড শহরের বাইরে করা হলে আরও অনেক আন্তঃরাজ্য বাস আসবে। যোগাযোগ উন্নত হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy