কার্যকর্তাদের বৈঠকে দিলীপ ঘোষ। -নিজস্ব চিত্র।
‘দুয়ারে সরকার’ নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে বর্ধমানের বিজেপি জেলা দফতরে দলের রাঢ় বঙ্গের কার্যকর্তাদের সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এই সভায় বিজেপি-র সাংসদ, বিধায়কেরা উপস্থিত ছিলেন। সেই সভাতেই বক্তব্য রাখার সময় দিলীপ বলেন, “মাত্র পাঁচশো টাকার জন্য সকাল থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে রয়েছেন সকলে। অসুস্থ হয়ে পড়ছেন।’’ দিলীপের প্রশ্ন, ‘‘এটাই কি উন্নয়ণ? দলের অফিস থেকে সরকারি যোজনা চলবে কেন?’’ মোদী সরকারের প্রসঙ্গ তুলে তাঁর পরামর্শ, ‘‘মোদীজিকে দেখে শিখুন কী ভাবে অ্যাকাউন্টে টাকা দিতে হয়।’’ উন্নয়নের নামে তৃণমূল বাংলার মানুষকে ভিখারি করছে বলে কটাক্ষ করেন তিনি।
রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু পাল্টা বলেন, ‘‘এ সব বলে বাংলার মেয়েদের এবং মায়েদেরই অপমান করেছেন দিলীপ ঘোষ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy