—প্রতীকী চিত্র।
ফের পূর্ব বর্ধমানে দলবদল। রবিবার আউশগ্রামের পাণ্ডুক হাটতলায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্যা-সহ কয়েকশো জন।
পান্ডুক হাটতলায় রবিবার সন্ধ্যায় দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন আউশগ্রাম-২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, রামনগর অঞ্চল তৃণমূলের সভাপতি আসগর শেখ-সহ অন্যান্যরা। রামনগর পঞ্চায়েত এলাকার পান্ডুক গ্রামের দুই পঞ্চায়েত সদস্যা সরস্বতী বাউড়ি ও সুজাতা বাগদিও দলবদল করেন। পাশাপাশি দলত্যাগীদের মধ্যে রয়েছেন বিজেপির মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ মুখোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযজ্ঞে শামিল হতেই এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তাঁরা। নতুন দলে যোগ দিয়ে সুজাতা বাগদি বললেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার-সহ আরও নানা প্রকল্পের সুযোগ সাধারণ মানুষকে দিতে পারব।’’ দলত্যাগী কৃষ্ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘একের পর ভোটে মানুষের রায় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ভাষণ দিলেই হয় না। মানুষকে সুযোগ-সুবিধাও দিতে হবে। যা বিজেপিতে থেকে সম্ভব হচ্ছিল না।’’
ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন বলেন, ‘‘ওরা বলছে, যার নুন খাব, তার গুণ গাইতে হবে। উন্নয়নের জোয়ারে শামিল হতেই তারা আমাদের দলে এলেন।’’
অন্য দিকে বাম শিবিরেও রক্তক্ষরণ অব্যাহত। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এ বার পঞ্চায়েত সদস্যা। পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রবিবার মেমারি ১ নম্বর ব্লকের গোপগন্তার ১ নম্বর অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন ব্লকের সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ উদ্দিন, ছাত্র সংগঠনের সভাপতি রাহুলদেব ঘোষাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, তহমিনা খাতুন, সমীরণ মজুমদার, গোপগন্তার ১ অঞ্চল সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব। প্রিয়াঙ্কা রায় জানান, তিনি এলাকার উন্নয়ন যজ্ঞে শামিল হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলেন এবং আশা করছেন এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy