‘মাস্ক’ নিতে হুড়োহুড়ি। পানাগড় বাজারে। নিজস্ব চিত্র
‘মাস্ক’ বিলিকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে কি না, সেই প্রশ্ন উঠল কাঁকসার পানাগড় বাজারে। রবিবার ওই কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস।
এ দিন সকালে পানাগড় বাজারে দু’শো ‘মাস্ক’ নিয়ে বিলি করতে যান সমীরবাবু। অভিযোগ, ‘মাস্ক’ নিতে হুড়োহুড়ি পড়ে যায়। সামাজিক দূরত্ব-বিধি লঙ্ঘিত হয় বলে অভিযোগ। বাজারের মধ্যে এ ভাবে ‘মাস্ক’ বিলির কর্মসূচি কেন নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বাজারে আসা লোকজনের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, ‘‘মাস্ক বিলির কাজ করতে গিয়ে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সুযোগ করে দেওয়া হল।’’ অন্য একজনের প্রতিক্রিয়া, ‘‘মাস্ক বিলি করার সময়ে আরও সতর্কতা নেওয়া উচিত ছিল সহ-সভাধিপতির।’’
বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা রমন সিংহ বলেন, ‘‘কিছু ‘মাস্ক’ নিয়ে এ ভাবে বাজারের মধ্যে বিলি করতে যাওয়া অত্যন্ত নিন্দনীয়।’’
তবে এ বিষয়ে সমীরবাবু জানান, জেলা পরিষদ ‘মাস্ক’ দিয়েছে বিলি করার জন্যই। ‘মাস্ক’-এর চাহিদা থাকায় ভিড় হয় বলে দাবি তাঁর। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‘‘মানুষ এখনও সচেতন নন, সেটা এ দিন ‘মাস্ক’ বিলি করতে এসেও দেখলাম। অনেকেই ‘মাস্ক’ পরেননি। ফের ‘মাস্ক’ দেওয়া হবে। সেদিন যাতে সামাজিক দূরত্ববিধি কঠোর ভাবে বজায় থাকে, তা দেখা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy