Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Congress

রাস্তায় লাঙল নামিয়ে বিক্ষোভ

কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা এআইসিসি’র সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা এ দিন সকালে লাঙল নিয়ে মিছিল করে এলাকায় যান।

কংগ্রেসের প্রতিবাদ। নিজস্ব চিত্র

কংগ্রেসের প্রতিবাদ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০০:৩০
Share: Save:

অবিলম্বে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বেহাল এসএন ব্যানার্জী রোড সংস্কার করতে হবে। এই দাবিতে রবিবার খন্দে ভরা পথে লাঙল নামিয়ে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী, সমর্থকদের একাংশ।

কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা এআইসিসি’র সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা এ দিন সকালে লাঙল নিয়ে মিছিল করে এলাকায় যান। তিনি জানান, বছরের পর বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে ডিএসপি টাউনশিপের এই রাস্তাটি। এই রাস্তা দিয়ে বেআইনি ভাবে ভারী লরি, ট্রাক যাতায়াত করে বলে এলাকাবাসীর অভিযোগ। রাস্তা জুড়ে খানাখন্দ তৈরি হয়েছে। তার উপর দিয়েই যাতায়ত করছে যানবাহন। বর্ষায় খানাখন্দে জল জমে পরিস্থিতি বিপজ্জনক হয়ে গিয়েছে। মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। শহরের ভিতরে এমন একটি রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন। অথচ, তা সারাইয়ের কোনও উদ্যোগ নজরে আসছে না বলে অভিযোগ দেবেশবাবুর। প্রতিকারের দাবিতে তাই এ দিন গরু, লাঙল নিয়ে তাঁরা প্রথমে ওই রাস্তায় যান কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এর পরে খন্দে লাঙল নামিয়ে ধানের চারা রোপণ করতে শুরু করে দেন তাঁরা।

দেবেশবাবুর দাবি, ‘‘কে সংস্কার করবে, ডিএসপি না কি দুর্গাপুর পুরসভা— সেই টানাপড়েনেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। দিন দিন রাস্তাটি আরও বেহাল হয়ে পড়ছে।’’ অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি। তাঁর অভিযোগ, দু’পক্ষ একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। তার জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি কটাক্ষের সুরে বলেন, ‘‘এ ভাবে রাস্তায় নাঙল না দিয়ে জমিতে লাঙল দিলে চাষির উপকার হয়। রাস্তা ডিএসপি’র। তাই তাদেরই মেরামতি করার কথা।’’ তাঁর দাবি, ‘‘কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে ডিএসপির কাছে এনওসি নিয়ে পুরসভা রাস্তাটির আমুল সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পদ্ধতিগত প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতারা তা জেনেই এ দিন আন্দোলনের নামে নাটক করেছেন।’’ মেয়র জানান, লকডাউনের জন্য কাজ শুরু হতে দেরি হচ্ছে। দ্রুত কাজ হবে বলে আশ্বাস দেন তিনি।

অন্য বিষয়গুলি:

Congress Durgapur SN Banerjee Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy