Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
BJP

রেশন কার্ডে ‘জালিয়াতি’, গ্রেফতার বিজেপি নেতা

বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হলে, আট দিনের পুলিশি হেফাজত হয়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বুদবুদ শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০২:২৫
Share: Save:

নিজের নামে দু’টি আলাদা বিভাগের রেশন কার্ড বানিয়ে দোকান থেকে সামগ্রী তোলার অভিযোগে স্বপন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বুদবুদ থানার পুলিশ। বুধবার সুকান্তনগরের ঘটনা। পুলিশ জানায়, বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হলে, আট দিনের পুলিশি হেফাজত হয়।

পূর্ব বর্ধমান জেলা খাদ্য নিয়ামক আবিরকুমার বালি বলেন, ‘‘আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি। কী ভাবে একই ব্যক্তির নামে দু’টি কার্ড হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’

এ দিকে, এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে বুদবুদ পঞ্চায়েতের সুকান্তনগরের বিজেপির প্রার্থী ছিলেন ধৃত ব্যক্তি। দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি যে চাল চুরি করছে, এই ঘটনা তার প্রমাণ। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।’’ ধৃত ব্যক্তি দলেরই নেতা সে কথা স্বীকার করে নিয়েছেন গলসি বিধানসভা কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক রমন শর্মা। তিনি বলেন, ‘‘কী ভাবে এক ব্যক্তির নামে দু’টি রেশন কার্ড হল, তা তদন্ত করুক প্রশাসন।’’ তবে তাঁর পাল্টা অভিযোগ, ‘‘খাদ্য দফতর দুর্নীতির বাসা। আমরা বিভিন্ন সময়ে এ নিয়ে আন্দোলনও করেছি। এমনই অবস্থা যে প্রধানমন্ত্রী ‘এক দেশ এক রেশনকার্ড’-এর কথা বললেও, এ রাজ্যে তা মানা হচ্ছে না।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালের দিকে সুকান্তনগরের বাসিন্দা স্বপনবাবু রেশনের সামগ্রী আনতে দোকানে যান। সামগ্রী নেওয়ার পরে তা দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হয়। বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা মাত্র চার। অথচ, রেশনে বহু মানুষের জিনিস নিয়েছেন তিনি। সন্দেহ হওয়ায় তাঁরা তাঁকে আটক করেন। খবর পেয়ে সেখানে পৌঁছন বুদবুদ পঞ্চায়েতের তৃণমূল সদস্য দোলন দত্ত। স্বপনবাবুর কাছ থেকে ১৯টি রেশনকার্ড উদ্ধার হয় বলে দাবি তাঁদের। দোলনবাবু বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপনবাবু আমাদের জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যেরা এখন বাংলাদেশে আছেন। কিন্তু তাঁদের রেশনকার্ড এই এলাকার।’’ গোলমালের খবর পেয়ে পুলিশ এসে স্বপনবাবুকে থানায় নিয়ে যায়। রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লক প্রশাসনও। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নিজের নামে দু’টি রেশন কার্ড রয়েছে। একটি হল পিএইচএইচ ও আর একটি আরকেএসওয়াই ২। নিজের নামের বানানের হেরফের করে দু’ধরনের কার্ড তৈরি করেছেন বলে দাবি তদন্তকারীদের। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যেরা এখানে থাকেন না। তাঁদের নামেও ওই ব্যক্তি রেশনকার্ড তৈরি করে সরকারি সামগ্রী তুলছেন।

গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় জানান, ওই ব্যক্তির যে আত্মীয়েরা বাংলাদেশে থাকেন, তাঁদের এখানে ভোটার তালিকাতেও নামও নেই। তাঁর দাবি, ‘‘ওই ব্যক্তি যে রেশন কার্ডে জালিয়াতি করেছেন, তা প্রাথমিক তদন্তে প্রমাণিত। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে খাদ্য দফতরের কেউ জডিত আছে কি না, তা-ও তদন্ত করে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’ বিডিও (গলসি ১) বিনয় মণ্ডল বলেন, ‘‘আমরাও তদন্ত করে দেখেছি, ওই ব্যক্তির নামে দু’টি কার্ড রয়েছে। সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।’’ পুলিশ জানায়, তদন্ত চলছে।

অন্য বিষয়গুলি:

BJP Budbud Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy