অনুব্রত আদর্শ নির্বাচনী বিধি ভাঙছেন বলে অগ্নিমিত্রার দাবি। গ্রাফিক: সনৎ সিংহ
অনুব্রত মন্ডলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ আনলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে পান্ডবেশ্বরের ইস্টার্ন কোলফিল্ডের সরকারি গেস্ট হাউস দলীয় সভা পরিচালনার জন্য ব্যবহার করছেন অনুব্রত। আর তা করে অনুব্রত আদর্শ নির্বাচনী বিধি ভাঙছেন বলেও অগ্নিমিত্রার দাবি।
একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনতে চাই যে, তৃণমূল নেতা অনুব্রত মন্ডল দলীয় সভা পরিচালনার জন্য পান্ডবেশ্বরে ইস্টার্ন কোলফিল্ডের সরকারি গেস্ট হাউস ব্যবহার করছেন। এটি কি আদর্শ নির্বাচনী বিধি অনুমোদিত??’
ইতিমধ্যেই আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে রাজ্য রাজনীতির পারদ। তরজায় জড়িয়েছেন, দুই বর্ষীয়ান নেতা শত্রুঘ্ন সিন্হা এবং মিঠুন চক্রবর্তী।
I would like to bring to the notice of @ECISVEEP that TMC leader ANUBRATA MONDAL is using Govt Guest House of EASTERN COALFIELDS IN Pandabeshwar for conducting party meeting.
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) April 3, 2022
Is this allowed under MODEL CODE OF CONDUCT?? pic.twitter.com/gqWO7GIqLb
ইতিমধ্যেই আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে রাজ্য রাজনীতির পারদ। তরজায় জড়িয়েছেন, দুই বর্ষীয়ান নেতা শত্রুঘ্ন সিন্হা এবং মিঠুন চক্রবর্তী।
আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে নামার কথা ছিল মিঠুনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে রয়েছেন ‘মহাগুরু’। তবে ভিডিয়ো বার্তার মাধ্যমে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার হয়ে ভোট চেয়েছেন তিনি। তাঁর বার্তা, ‘‘আমায় ভালবেসে থাকলে, আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’ তা নিয়ে রবিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্নের সহাস্য কটাক্ষ, ‘‘মিঠুন! এখনও আছেন উনি রাজনীতিতে? আমি শুভেচ্ছা জানাচ্ছি ওঁকে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy