Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Bardhaman

আদালতে কর্মী নিয়োগের পরীক্ষায় কারচুপি! তিন জন গ্রেফতার বর্ধমানে

বর্ধমান জেলা আদালতে প্রসেস সার্ভার নিয়োগের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ২৩:৩৪
Share: Save:

বর্ধমান জেলা আদালতে প্রসেস সার্ভার নিয়োগের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিশ্বজিৎ বিশ্বাস, দেবব্রত ঘোষ ও বিক্রম মণ্ডল। নদিয়ার ধানতলা থানার মাঠনারায়ণপুরে বিশ্বজিতের বাড়ি। নদিয়ারই হরিণঘাটা থানার আয়েসপুরে দেবব্রতের বাড়ি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকায় বিক্রমের বাড়ি। ধৃতদের সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের পাঁচ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার বর্ধমান আদালতে প্রসেস সার্ভার নিয়োগের পরীক্ষা ছিল। শহরের বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া হয়। জেলা জজ সুজয় সেনগুপ্ত পরীক্ষা কেন্দ্রে ঘুরে নজরদারি চালান। টাউন স্কুলে নজরদারি চালানোর সময় ৩২ নম্বর ঘরে বিশ্বজিৎকে তিনি আইফোন-সহ ধরে ফেলেন। সেখানকারই ৩৯ নম্বর রুম থেকে স্মার্টফোন-সহ দেবব্রতকে ধরেন জেলা জজ। শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলের ১৫ নম্বর রুম থেকে বিক্রমকে ধরেন জেলা জজ। তাঁর কাছ থেকেই একটি মাইক্রোট্রুথ চিপ উদ্ধার হয়। সেগুলি বাজেয়াপ্ত করে তিন জনকে ধরে জেলা আদালতে আনা হয়। নিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা জজ নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE