বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।
কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য নয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে সংগীতশিল্পী বাবুল রিটুইট করলেন জন মেয়ারের গানের কথা। ২০১৮ সালেও আমেরিকার সংগীতশিল্পী মেয়ারের কথাগুলি টুইট করেছিলেন বাবুল।
বাবুল শনিবার টুইটারে লিখেছেন, ‘আজকের দুনিয়ায় যখন কেউ সকলকে খুশি করতে গিয়ে নিজেকে সব থেকে দুঃখী করে ফেলছেন, তখন জন মেয়ারের এই পোস্টটি আমার খুবই সুন্দর এবং যথাযথ বলে মনে হচ্ছে। সেটি এই যে, তোমার পাওনা অংশটুকু উপভোগ করো এবং নিজের লক্ষ্য পূরণের জন্য নির্ভয়ে কঠোর পরিশ্রম করো।’
Find this post by @JohnMayer beautiful & very apt in today’s world where anyone who is trying to please everyone is ending up as the most unhappy person himself 😀 Hence, enjoy your slice of the pie & ‘Keep Working Hard towards your Goals - Fearlessly” pic.twitter.com/p6BFbbFqIw
— Babul Supriyo (@SuPriyoBabul) January 31, 2018
শনিবার দুপুরে আচমকাই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে জোড়াফুল শিবিরে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল। দলবদলের পর বাবুল বলেন, ‘‘আমি কাজপাগল মানুষ। বাংলার জন্য কাজ করতেই সিদ্ধান্ত বদল করলাম। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই।’’ পাশাপাশি আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy