Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Koustav Bagchi

স্বাধিকার ভঙ্গে কৌস্তভকে নোটিস

প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

কৌস্তভ বাগচী।

কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ০৭:২০
Share: Save:

বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠিয়ে ডেকে পাঠাল বিধানসভার সচিবালয়। তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের আনা স্বাধিকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ওই নোটিস পাঠানো হয়েছে। বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে কৌস্তভের বক্তব্য শোনা হবে। সেই জন্য আগামী ২৭ জুন কমিটির পরবর্তী বৈঠকে কৌস্তভকে সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, ২০২২-এও সংবাদমাধ্যমে করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন নির্মলই।

অন্য বিষয়গুলি:

Koustav Bagchi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE