Assets of Sovan Chatterjee as per declaration before 2016 assembly election dgtl
Assets
শোভনের বিষয়-আশয়
সব সম্পত্তি বৈশাখীকে দিলেন শোভন! জানুন, কত কোটির মালিক তিনি
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৬:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তাঁর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন শোভন চট্টোপাধ্যায়।
০২১৫
এক নজরে দেখে নেওয়া যাক, কী পরিমাণ সম্পত্তির অধিকারী শোভন। তবে সেই হিসেব শেষ বার জানা গিয়েছে ২০১৬ সালে।
০৩১৫
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হিসেবে হলফনামায় সম্পত্তির বিবরণ দিয়েছিলেন শোভন।
০৪১৫
সেই সময় শোভনের ঘোষণা মতো তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে অবশ্য স্ত্রী রত্নার সম্পত্তির হিসেবও যুক্ত রয়েছে। তবে সেটি বাদ দিয়েও হিসেব দিয়েছিলেন শোভন।
০৫১৫
৫ বছর আগে শোভনের হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা।
০৬১৫
৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা।
০৭১৫
বিভিন্ন বিমা এবং পিপিএফ বাবদ তাঁর সঞ্চয় ৫ বছর আগে ছিল ২৭,৯৮,৯৯৯ টাকা।
০৮১৫
সেই সময়ে তাঁর ৪টি গাড়ি ছিল। ইনোভা, জেন, ওয়াগন আর এবং সেলেরিও। যার মোট মূল্য ছিল ৮,৫৩,৫৬৯ টাকা।
০৯১৫
সোনা, রুপোর গয়না ছিল ৭,৫৩,২৮১ টাকা মূল্যের।
১০১৫
সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১,০৪,৩০,৯৪২ টাকা।
১১১৫
২০১৬ সালের হিসেবে শোভনের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।
১২১৫
এ ছাড়াও বাস্তুজমি ছিল ৩৫,৮৭,০০০ টাকার।
১৩১৫
ব্যবসায়িক কারণে ব্যবহারের জন্য বাড়ি রয়েছে ১,৫৩,৭৩,০৬০ টাকা মূল্যের।