Advertisement
E-Paper

ভারতে প্রথম! রোবটের সাহায্যে সফল অস্ত্রোপচার অ্যাপোলো ক্যানসার সেন্টারে, প্রাণ বাঁচল ৬৬ বছরের বৃদ্ধের

রোবটের সাহায্যে সফল ভাবে কিডনির জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার অ্যাপোলো ক্যানসার সেন্টার (এসিসি)। সম্প্রতি ৬৬ বছরের এক বৃদ্ধের কিডনির বিরল রোগের চিকিৎসায় রোবটের সাহায্যে র‌্যাডিক্যাল নেফ্রেকটমি করা হয়েছে।

অস্ত্রোপচারের অত্যাধুনিক সরঞ্জামের সঙ্গে চিকিৎসক।

অস্ত্রোপচারের অত্যাধুনিক সরঞ্জামের সঙ্গে চিকিৎসক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২২:০১
Share
Save

ভারতে প্রথম বার রোবটের সাহায্যে সফল ভাবে কিডনির জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার অ্যাপোলো ক্যানসার সেন্টার (এসিসি)। সম্প্রতি ৬৬ বছরের এক বৃদ্ধের কিডনির বিরল রোগের চিকিৎসায় রোবটের সাহায্যে র‌্যাডিক্যাল নেফ্রেকটমি করা হয়েছে। এই অস্ত্রোপচার দেশীয় চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৬৬ বছরের ওই বৃদ্ধ ‘ক্রস্‌ড ফিউজ়্‌ড একটপিক কিডনি’ নামে এক বিরল রোগে ভুগছিলেন। এ পর্যন্ত সারা বিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা দশেরও কম। জন্মগত এই রোগে একটি কিডনি মিডলাইন অতিক্রম করে আর একটি কিডনির সঙ্গে মিশে গিয়ে এক ধরনের অস্বাভাবিক আকার নেয়। এই রোগের চিকিৎসায় জটিল ‘র‌্যাডিক্যাল নেফ্রেকটমি’ অস্ত্রোপচারের প্রয়োজন। এ ধরনের অস্ত্রোপচার করা সহজ নয়, একাধিক ঝুঁকি রয়েছে। অনেক সময় ভাসকুলার এবং ইউরেটেরাল গঠনের অস্বাভাবিকতার মতো সমস্যা দেখা দিতে পারে, যে কারণে প্রথা মেনে ওপেন সার্জারি করা বিপজ্জনক। এ বার সেই অস্ত্রোপচারই করল রোবট।

অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন ইউরো অঙ্কোলজি ও রোবোটিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার তরুণ জিন্দাল। অ্যাপোলো ক্যানসার হাসপাতালে অত্যাধুনিক রোবটিক অস্ত্রোপচার পরিকাঠামো রয়েছে। সেই রোবটের সাহায্য নিয়েই সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎকেরা। তরুণ বলেন, ‘‘এই কেসটি প্রমাণ করে দিয়েছে যে, জটিল কিডনি ও ইউরোলজিক্যাল সমস্যার সমাধানে আগামী দিনে রোবটের কী ভূমিকা হতে চলেছে। আজকাল রোবটের সাহায্যে অনেক জটিল অস্ত্রোপচারও আমরা অনেক নিরাপদে ও নিখুঁত ভাবে করতে পারি। এ ভাবে অস্ত্রোপচারে সাফল্যের হারও অনেক বেশি।’’

ওই বৃদ্ধ ২০২৪ সালের ২১ অক্টোবর অ্যাপোলো ক্যানসার সেন্টারে ভর্তি হন। ২৩ অক্টোবর রোবটের সাহায্যে তাঁর কিডনির অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাত্র চার দিনের মাথায় ২৭ তারিখ হাসপাতাল থেকে ছাড়া পান ওই বৃদ্ধ। জটিল অস্ত্রোপচারের পর এত কম সময়ে বাড়ি ফিরে যাওয়াও অভাবনীয়। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ভাবতে পারেননি ওই রোগীও! সেরে ওঠার পর ডাক্তার জিন্দাল ও তাঁর টিমের অন্যান্য চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর সুরিন্দর সিংহ ভাটিয়া বলেন, ‘‘আমরা চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে বদ্ধপরিকর। সেই সঙ্গে ‌আমাদের রোগীদের বিশ্বমানের পরিষেবা দেওয়াও আমাদের অন্যতম লক্ষ্য। রোবোটিক ব্যবস্থা যে ভবিষ্যতে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে, এই অস্ত্রোপচার তার জ্বলন্ত উদাহরণ। আর তরুণের মতো ডাক্তারেরা আমাদের গর্ব।’’

প্রসঙ্গত, রোবটের সাহায্যে অস্ত্রোপচার আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে নতুন দিশা দেখিয়েছে। বিশেষত, ইউরো অঙ্কোলজির ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সফল। নিখুঁত ও নিরাপদ অস্ত্রোপচার, দ্রুত সেরে ওঠা এবং ক্ষতের আকার ছোট হওয়ায় এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

Apollo Hospital Robot Robotic Surgery

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।