দীর্ঘ দিন পর কোর কমিটির বৈঠক বসেছে। নিজেই ডেকেছিলেন ওই বৈঠক। তার পর নিজেই সেই বৈঠকে থাকলেন না! বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট)-এর গরহাজিরা নিয়ে জল্পনা তুঙ্গে এখন।
কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী আগেই জানিয়েছিলেন যে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রতকে কোর কমিটির চেয়ারপার্সন করা হয়েছে। দলীয় সূত্রের মত, চেয়ারপার্সন হওয়ার সুবাদে কোর কমিটির বৈঠক যে অনুব্রতই ডাকবেন, তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। মমতার নির্দেশ, মাসে অন্তত দু’বার কোর কমিটির বৈঠক বসবে। ফলে তা নজরে রেখে শনিবারের বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সেই বৈঠকে অনুব্রতের না-থাকায় স্বাভাবিক ভাবেই অনেকের প্রশ্ন তৈরি হয়েছে। শুধু তিনিই নয়, কমিটির আর এক সদস্য সুদীপ্ত ঘোষও শনিবারের বৈঠকে ছিলেন না।
প্রশ্ন উঠছে, কোর কমিটির বৈঠকে না গিয়ে তা হলে কোথায় গেলেন কেষ্ট? দলীয় সূত্রে দাবি, অনুব্রত মহম্মদবাজার ব্লকে গিয়েছেন। সেখানে ডেউচা-পাঁচামি নিয়ে একটি বৈঠকে যোগ দিয়েছেন তিনি। তবে সুদীপ্ত কোথায়, তা স্পষ্ট নয়।
সময়মতো কোর কমিটির বৈঠক না-হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন জেলায় দলের আর এক শীর্ষনেতা কাজল শেখ। দলনেত্রীর নির্দেশ সত্ত্বেও কোর কমিটির বৈঠক না হওয়ায় নেপথ্যে ‘অদৃশ্য শক্তি’র হাত রয়েছে বলেই দাবি করেছিলেন তিনি। তা নিয়ে জেলায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের আবহও তৈরি হয়েছিল। পরে নেতাজি ইন্ডোরের সভা থেকে তা নিয়ে বার্তাও দিয়েছিলেন দলনেত্রী। বলেছিলেন, বীরভূমে কাজলকে নিয়েই চলতে হবে অনুব্রতকে। এখন দেখার, অনুব্রতের অনুপস্থিতিতে কোর কমিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত গৃহীত হয় কি না।