Advertisement
E-Paper

দু’দিনের সফরে বাংলায় শাহ, রাতেই শিলিগুড়িতে নামলেন, ঠাসা কর্মসূচির মধ্যে দল নেই কোথাও

লোকসভা নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয় বার বাংলায় এলেন শাহ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সশস্ত্র পুলিশ বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি এলেন তিনি।

বাগডোগরা বিমান বন্দরে অমিত শাহ, সঙ্গে সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক।

বাগডোগরা বিমান বন্দরে অমিত শাহ, সঙ্গে সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৪
Share
Save

দু’দিনের সফরে আবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই শিলিগুড়িতে নামলেন তিনি। তবে এই সফরে কলকাতায় আসছেন না তিনি। উত্তরবঙ্গে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার বিকেলেই আবার ফিরে যাবেন দিল্লিতে। শাহের এই ঝটিকা সফরে বিজেপির কোনও অনুষ্ঠান বা কর্মসূচি নেই।

লোকসভা নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয় বার বাংলায় আসছেন শাহ। উত্তরবঙ্গে তিনি মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সশস্ত্র পুলিশ বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। নেপাল এবং ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র পুলিশ বাহিনীর নাম ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি)। শুক্রবার তার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন তিনি। রাতে এসএসবি-র সদর দফতরে থাকবেন। সকালে সেখান থেকে এসএসবি-র প্যারেড গ্রাউন্ডে যাবেন।

দুপুর ১টা পর্যন্ত এসএসবি-র অনুষ্ঠান চলবে। তাদের সদর দফতরেই মধ্যাহ্নভোজ সারবেন শাহ। তার পর বিকেলে এসএসবি-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বাগডোগরা থেকে বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ আবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

গত মাসেই বাংলায় এসেছিলেন শাহ। ২৭ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য এসে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তিনি। কিছু সরকারি কর্মসূচিও ছিল। সাধারণত এই ধরনের সফরে সরকারি কর্মসূচির পাশাপাশি দলের কর্মসূচিও রাখেন শাহ। তবে এ বারের সফরে দলের কোনও অনুষ্ঠান রাখেননি তিনি। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পৌঁছে যাবেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শাহের সঙ্গে থাকবেন তিনি। সে সময় তাঁদের মধ্যে দলের সদস্য সংগ্রহ, বাংলায় সভাপতি বদল ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে বলে অনেকে মনে করছেন। তা নিয়ে জল্পনা রয়েছে। তবে বিজেপির রাজ্য নেতারা বলছেন, তেমন কোনও সম্ভাবনা নেই।

Amit Shah West Bengal visit north bengal visit ssb BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}