বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ। ছবি: টুইটার থেকে
কুয়াশা বিভ্রাট কাটিয়ে কলকাতা পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শাহের বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। কিন্তু দিল্লিতে প্রচণ্ড কুয়াশার কারণে দৃশ্যমানতার কমে যায়। সেই কারণে নির্ধারিত সময়ে বিমান ছাড়তে পারেনি। শেষ মেশ রাত দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অমিত।
রাতে বিমানবন্দরে অমিতকে স্বাগত জানাতে হাজির ছিলেন এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। মধ্যরাতেও বিমানবন্দরের বাইরে বিজেপির সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। তাঁদের উদ্দেশে হাত নেড়ে গাড়িতে চেপে রওনা দেন অমিত। বিমানবন্দর থেকে তাঁর কনভয় ছোটে নিউটাউনের উদ্দেশে, সেখানেই একটি পাঁচতারা হোটেলে আগামী দু’দিন থাকবেন তিনি। শনিবার সকালে এই পাঁচতারা হোটেলেই সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত এনআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষ করেই অমিত যাবেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে। আধ ঘণ্টা সেখানে কাটাবেন। ১১টা ১৫ মিনিটে স্বামীজির বাড়ি থেকে দমদম বিমানবন্দর যাবেন। সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা আড়াইটেয় মেদিনীপুরের কলেজ ময়দানে অমিতের দলীয় জনসভা। শুভেন্দু অধিকারীর ওই সভাতেই যোগ দেওয়ার কথা বিজেপি-তে। শুভেন্দুর সঙ্গে আরও অনেক তৃণমূল নেতা বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে খবর।
Reached Kolkata!
— Amit Shah (@AmitShah) December 18, 2020
I bow to this revered land of greats like Gurudev Tagore, Ishwar Chandra Vidyasagar & Syama Prasad Mookerjee.
কলকাতায় পৌঁছালাম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত মহামানবের এই পুণ্য ভূমিকে আমি শতকোটি প্রণাম জানাই pic.twitter.com/rEGSjc87Rk
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরও পড়ুন: দল ছাড়ার কথা বলে ভুল করেছি, দিদির কাছে ক্ষমা চাইব: জিতেন্দ্র
আরও পড়ুন: শীতঘুম ভাঙল মনে হচ্ছে, জিতেন্দ্রকে জবাবি চিঠি ফিরহাদের
রবিবার শান্তিনিকেতন যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেও অনুব্রত মণ্ডলের শহর বোলপুরে এক রোড শো-য় অংশ নেবেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy