Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Paramedics

জেনে নাও স্বাস্থ্য পরিষেবা ও প্যারামেডিক্যাল জগতে কেরিয়ারের খুঁটিনাটি

ল্যাব টেকনিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, থেরাপিস্ট, স্পিচ স্পেশালিস্ট- কাজের সুযোগ রয়েছে অজস্র

সহায়ক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কেরিয়ারের হদিস জেনে নাও আগামী ৯ সেপ্টেম্বর, ক্যাম্পাসটুকেরিয়ার-এর আলোচনাচক্রে।

সহায়ক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কেরিয়ারের হদিস জেনে নাও আগামী ৯ সেপ্টেম্বর, ক্যাম্পাসটুকেরিয়ার-এর আলোচনাচক্রে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৩০
Share: Save:

চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্যারামেডিক এবং সহায়ক স্বাস্থ্য পরিষেবাকর্মীদের। বর্তমান কোভিড পরিস্থিতি তা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে।

পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র তরফে ২০১২ সালের একটি সমীক্ষায় জানা গিয়েছিল, এ দেশে আরও ৮.৫ লক্ষ অ্যানাস্থেটিস্ট, ২০.৪ লক্ষ দন্ত পরিষেবা কর্মী, ১.২৭ লক্ষ অপথ্যালমোলজিস্ট ও অপ্টোমেট্রিস্ট, ১৮ লক্ষ পুনর্বাসন বিশেষজ্ঞ, ৬১ হাজার মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ১৯০০০ রেডিওগ্রাফার, ৭৪০০ অডিওলজি ও স্পিচ ল্যাঙ্গোয়েজ স্পেশালিস্ট, এবং ২.৩ লক্ষ মেডিক্যাল প্রযুক্তি কর্মী প্রয়োজন।

জেনে নাও প্যারামেডিক্যাল এবং সহায়ক স্বাস্থ্য পরিষেবায় নানা রকম কেরিয়ার গড়ার হদিস, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড হেলথকেয়ার: ক্রিটিক্যাল রোল ইন ক্রিটিক্যাল কেয়ার ওয়েবিনারে। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-তে এই আলোচনাচক্রে যোগ দিতে সাইন আপ করো এখানে

কখন: ৯ সেপ্টেম্বর, বিকেল ৩টে।

কী নিয়ে: প্যারামেডিক এবং সহায়ক স্বাস্থ্যকর্মীরা কী কাজ করেন, তা নিয়ে ধারণা এবং কেরিয়ারের সুযোগ

যা থাকছে: ইস্পাতকঠিন নার্ভ থাকলে হতে পারো অপারেশন থিয়েটার ম্যানেজমেন্ট-এর অংশ; ব্যথার উপশম করতে পারা যদি পছন্দ হয়, হতে পারো ইনজুরি ম্যানেজার- ক্রমবর্ধমান চাহিদা সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এমন নানা কেরিয়ার ও তাতে প্রয়োজনীয় দক্ষতার সুলুকসন্ধান। এই জগতের বিভিন্ন পেশা- নার্স, থেরাপিস্ট, ডায়েটিশিয়ান, আপৎকালীন চিকিৎসাকর্মী, ফিজিওথেরাপিস্ট, পেডিয়াট্রিস্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি সম্পর্কে আলোচনা। জেনে নাও এই ধরনের পেশায় কী কী দায়িত্ব পালন করতে হয় এবং তার জন্য কী ধরনের দক্ষতা জরুরি।

বক্তা যাঁরা:

অধ্যাপক পি কে পট্টনায়ক, অধ্যক্ষ, কলিঙ্গ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (কেআইএমএস), ভুবনেশ্বর- অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টেস্টাইনাল সার্জন এবং দক্ষ প্রশাসক। প্রতিরক্ষা দফতরের আর্মি মেডিক্যাল কোর-এর অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (মেডিক্যাল সার্ভিসেস), কর্মজীবনে দু’বার আর্মি চিফ’স কমেন্ডেশন ফর এক্সেলেন্স সম্মানে ভূষিত। ২০১৬-র অগস্টে ভুবনেশ্বরের কেআইএমএস ও পিবিএম হাসপাতালে সার্জারি এবং সহায়ক চিকিৎসার ডিরেক্টর তথা মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদে যোগ দেন তিনি। ইউকে-র কুইন এলিজাবেথ হাসপাতালে যকৃৎ অস্ত্রোপচারে ব্রিটিশ কাউন্সিল ফেলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে অগ্ন্যাশয় অস্ত্রোপচারে ভিজিটিং ক্লিনিশিয়ান ফেলোশিপ রয়েছে তাঁর। আর্মি মেডিক্যাল কোর-এ যকৃৎ প্রতিস্থাপনের উদ্যোগ এবং সেনা হাসপাতালগুলিতে ল্যাপ্রোস্কোপিক সার্জারি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

রতীশচন্দ্র পাল, সম্পাদক, সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার- পূর্ব ভারতের সবচেয়ে অভিজ্ঞ এবং সুপরিচিত অপথ্যালমোলজিস্টদের এক জন, রিফ্র্যাক্টিভ এবং লেসার-নির্ভর ছানি অস্ত্রোপচারে বিশেষজ্ঞ। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার-এ ছানি অস্ত্রোপচার প্রশিক্ষণের ফ্যাকাল্টি। সব রকম অপথ্যালমিক পরিষেবায় শিক্ষাদান ও প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই প্রতিষ্ঠান।

অনুপকুমার দাস (এম ফার্ম, পিএইচডি)- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ফার্মাসিউটিক্যাল টেকনোলজি-র সহকারী অধ্যাপক। এম ফার্ম, ফার্মেসি-তে পিএইচডি; একটি ন্যাশনাল পেটেন্টের অধিকারী; পরিচিত লেখক; ইউকে-র লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালের কমনওয়েলথ স্প্লিট সাইট ডক্টরাল স্কলারশিপে ভূষিত।

উপস্থিতির শংসাপত্র: সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড হেলথকেয়ারঃ ক্রিটিক্যাল রোল ইন ক্রিটিক্যাল কেয়ার ওয়েবিনারে রেজিস্টার করতে চাইলে সাইন আপ করো এখানে

অন্য বিষয়গুলি:

Education CampusToCareer career opportunities nursing healthcare Paramedics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy