জগদ্দলে আবার অর্জুন সিংহের বাড়ির সামনে গুলি, বোমাবাজির ঘটনা ঘটল! বুধবার গভীর রাতের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুনের অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিংহের দলবলই গুলি চালিয়েছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবনের দফতরের সামনে অর্জুন সিংহের বাড়ির অদূরেই সাত রাউন্ড গুলি চলে। পাশাপাশি, বোমাবাজিরও অভিযোগ ওঠে। গোলাগুলিতে আহত হন এক তৃণমূল কর্মী। এলাকায় উত্তেজনা ছড়ায়। অর্জুনের অভিযোগ, পুলিশের সামনেই গুলি চালানো হয়েছিল। এমনকি, বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। নমিতের দলবলই এর নেপথ্যে রয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনাস্থলে নমিত, প্রেম-সহ আরও জনাচল্লিশেক লোক ছিল বলে দাবি অর্জুনের। গুলির আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আরও পড়ুন:
যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, মেঘনা জুট মিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। তৃণমূলের আরও দাবি, নমিত সিংহের ঘনিষ্ঠ সাদ্দাম হুসেন নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছেন খোদ অর্জুন সিংহ। এমনটাই অভিযোগ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথের কথায়, ‘‘ অর্জুন সিংহের লোকজন মেঘনা মিলের ভিতর এক শ্রমিককে মারধর করে। এর পরেই উত্তেজনা বাড়ে। উনি নিজেই গুলি চালিয়েছেন।’’ পাল্টা অর্জুন বলেন, “এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে। সেগুলি খতিয়ে দেখুক পুলিশ। তা হলেই বোঝা যাবে কে গুলি চালিয়েছে।” প্রসঙ্গত, গুলি চলার ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে জগদ্দল থানা। বিজেপি নেতা-সহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে।